Tollywood: সোনামণি-প্রতীকের মাঝে প্রিয়াঙ্কা

টেলিদুনিয়ার হট জুটি সোনামণি ও প্রতীক। তাইতো প্রতীক সেন আর দেবচন্দ্রিমা সিংহ রায়ের জুটিটা ঠিক জমছে না। শুরু থেকেই তলানিতে ‘সাহেবের চিঠি’র টিআরপি। এসবের মাঝে টলিউডে চলছে অন্য গুঞ্জন। জানা যাচ্ছে, সোনামণি ও প্রতীকের মাঝে ঢুকে পরেছে প্রিয়াঙ্কা সরকার। তবে কিছু মন্তব্য করার আগে পুরো বিষয়টা পড়ুন।

Advertisements

আমরা সকলেই জানি যে প্রযোজক রানা সরকার প্রতীক এবং সোনামণিকে নিয়ে একটি নতুন সিনেমার কথা ভেবেছিলেন বহুদিন আগেই এবং মাঝে মাঝেই তিনি দুজনের একসঙ্গে ছবি পোস্ট করে জল্পনা উস্কে দেন। জানা যাচ্ছে আগস্ট মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং আর সেখানেই দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা।

Advertisements

২০১২ সালে এসেছিল একটি জনপ্রিয় ছবি বেডরুম। সেটির সিক্যুয়েল তৈরি হচ্ছে যার নাম বেহায়া এবং যেখানে অভিনয় করছেন প্রতীক ও সোনামণি।এবার জানা গেল দ্বিতীয় নায়িকা হিসেবে সেখানে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং শুরু হবে খুব শীঘ্রই। এখন সকলেই অপেক্ষা করে আছেন এই সিনেমার ট্রেলার পোস্টার ফার্স্ট লুক কবে আসে।