রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধা

আজ,১৪ ডিসেম্বর, হিন্দি সিনেমার কিংবদন্তি শোম্যান রাজ কাপুরের (Raj Kapoor) ১০০তম জন্মবার্ষিকী (100th Birth Anniversary)  এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)…

raj-kapoor

আজ,১৪ ডিসেম্বর, হিন্দি সিনেমার কিংবদন্তি শোম্যান রাজ কাপুরের (Raj Kapoor) ১০০তম জন্মবার্ষিকী (100th Birth Anniversary)  এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি রাজ কাপুরকে “শোম্যান” (Eternal Showman) হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) টুইট করে লিখেছেন, “আজ আমরা কিংবদন্তি রাজ কাপুরের ১০০তম জন্মদিবস উদযাপন করছি। যিনি একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং চিরকালীন শোম্যান। তাঁর প্রতিভা একের পর এক প্রজন্মকে প্রভাবিত করে ভারতীয় এবং বিশ্ব চলচ্চিত্রে এক অপূরণীয় ছাপ ফেলে গিয়েছে।” 

   

রাজ কাপুর (Raj Kapoor) , যাকে “ভারতীয় সিনেমার আসল শোম্যান” বলা হয়। তিনি সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরতে পারদর্শী ছিলেন। তার কালজয়ী চলচ্চিত্রগুলো যেমন ‘আওয়ারা,’ ‘শ্রী ৪২০,’ ‘মেরা নাম জোকার,’ এবং ‘সঙ্গম’ আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে। এই ছবি গুলো শুধু ভারতেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করেছেন কাপুর পরিবার। রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকীতে (100th Birth Anniversary) আয়োজিত উৎসবে কাপুর পরিবার প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল। এই বৈঠকে পিএম মোদি রাজ কাপুরের অবদানের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে রাজ কাপুর (Raj Kapoor) তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন, তাঁর গল্পের মাধ্যমে তিনি সারা বিশ্বের মধ্যে ভারতের সিনেমাকে (Indian Cinema) তুলে ধরেছিলেনম। পরবর্তীকালে ভারত সেই সিনেমা ‘সফট পাওয়ার’ তুলে ধরেছিল।