Prasenjit- Rituparna: হাফ সেঞ্চুরির পথে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ৭ই জুন আসতে চলেছে অযোগ্য

prasenjit and rituparna

ফের একবার বড়পর্দায় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি। নব্বই দশকের শেষে যে জুটি ঝড় তুলেছিল বাংলা সিনেমার অগণিত দর্শকের ভেতর, সেই জুটি এবার পূর্ণ করতে চলেছে তাঁদের পঞ্চাশতম অভিনয়। কৌশিক গাঙ্গুলির হাত ধরে এই জুটি তাঁদের হাফ সেঞ্চুরির ছোঁবে। আগামী সাত জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, সুদীপ মুখোপাধ্যায় সহ অনেকে। এই সিনেমার মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সঙ্গ দিয়েছেন অনুপম রায়।

একটা সময় বাঙালির সেনসেশান ছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা। অতীতে ফিরে গেলে দেখা যাবে মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এর মতো সিনেমা। আবার সাম্প্রতিক কালে দৃষ্টিকোণ, প্রাক্তন এর মতো সিনেমা দর্শকদের হলমুখো করেছে। সেই তালিকায় কি যোগ হতে পারেব ‘অযোগ্য’? রবিবার এই ছবির পোস্টার প্রকাশ হতেই হইছই শুরু হয়ে গিয়েছে। বিগত পাঁচ বছরে এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি! এবার কি এই জুটি তাঁদের হাফসেঞ্চুরির ইনিংশ লম্বা করতে পারবেন সেটা হয়ত সময়ই বলবে।

   

জানা গিয়েছে গল্পটা ব্যাঙ্ককর্মী রক্তিম মজুমদার ও তাঁর স্ত্রী পর্ণার। রক্তিমের চাকরি চলে যাওয়ায় তাঁদের সংসারের সমীকরণ হঠাৎই বদলে যায়। পরিস্থিতি কঠিন হয়, রক্তিমকে বাড়িতে থাকতে হয় এবং সন্তানের দেখাশোনা করতে হয়। এদিকে পর্ণাকে কাজ নিতে হয় ইনভেস্টমেন্ট ফার্মে। এরই মাঝে তাঁদের জীবনে এসে হাজির হয় প্রসেন। তারপরেই গল্প মোড় নেয় নতুন দিকে! সেই গল্পের ভাঁজ আরও জানতে হলে নিশ্চয় আসতে হবে হলে! আগামী ৭ই জুন মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন