Pradhan Film: দেব কেন বিয়ে না করেও বিবাহিত!

Pradhan Film: গত বাইশে ডিসেম্বর মুক্তি পেয়েছে সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রধান। আর সেখানেই দীপক প্রধানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেব। বিশ্বস্ত অনুচর পুলিশ…

Pradhan Film

short-samachar

Pradhan Film: গত বাইশে ডিসেম্বর মুক্তি পেয়েছে সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রধান। আর সেখানেই দীপক প্রধানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেব। বিশ্বস্ত অনুচর পুলিশ অধিকারক হল দীপক প্রধান। এবং তার সবচেয়ে কাছের বিশ্বস্ত লোক ছিলেন টলিপাড়ার আরো একজন জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। তাঁত চরিত্রের নাম হয়েছিল বিবেক। দীপক এবং বিবেকের এই বন্ধুত্বটা কিন্তু শুধুমাত্র সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়।

   

আরও পড়ুন: Disha-Mouni: বিকিনি পরে মৌনির সঙ্গে বিশেষ মুহূর্তে দিশা!

দেব এবং সোহমের বন্ধুত্ব বাস্তবেও বেশ মজবুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে বন্ধুত্ব নিয়ে অকপট সোহম চক্রবর্তী। সেই সংবাদমাধ্যম থেকে সৌমি চক্রবর্তীকে দেশকে নিয়ে প্রশ্ন করা হলে সোহম বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রিতে একে অন্যের সঙ্গে সম্পর্কগুলো ভীষণ ফরম্য়াল। আমি এটা বলতে পারি যে দেবের সঙ্গে আমার সম্পর্কে কোনও ফরম্য়ালিটি নেই। আমি আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলি, যেমন আলোচনা করি, দেব আমার তেমনই বন্ধু। এখানে কোনও সীমাবদ্ধতা নেই। শুধু অনুষ্ঠানে দেখা হয় এমন নয়, ও আমার বাড়িতে আসে, আড্ডা হয়। ও কখনও আমার কোনও ভুল ত্রুটি ধরতেও দ্বিধা করে না, যেটা ভুল ও আমায় বলতে পারে। এমনই বন্ধু আমরা।’

দেব ও সোহমের বন্ধুত্বের মধ্যে যে কতটা গভীরতা রয়েছে তা বুঝতে কারোই অসুবিধা নেই। ব্যক্তিগত জীবনে সোহম বিবাহিত হলেও দেব এখনও ব্যাচেলার। বহুদিন ধরেই রুক্মিণী মৈত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দেব। তাই বন্ধু দেবকে কি বিয়ে করার পরামর্শ দেবেন সোহম? এ কথা জিজ্ঞাসা করতেই সোহম মজা করে বলেন, ‘আরে দেব তো বিয়ে না করেও বিবাহিত! বেচারা আরও কষ্টে আছে। ও বলে, ভাই তুই বিয়ে করে পরাধীন, আর আমি না করে। আমি বললাম, যখন পরাধীন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়েই নে।’

বিয়ে করার প্রসঙ্গ নিয়ে সোহম বলেন, এই বিষয়টা অনেকটাই নির্ভর করে, কে কেমন সঙ্গী পাচ্ছেন তার ওপর, যার সঙ্গে গোটা জীবনটা কাটাবেন সঙ্গে নিজের মনের মতো হলে তবেই সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়।