শ্রীরামের পর এবার পর্দায় ভগবান শিবের অবতারে প্রভাস

Prabhas

ভারতীয় সুপারস্টার প্রভাস তার আকর্ষণীয় ছবির জন্য বরাবরই খবরে রয়েছেন। তার আসন্ন সিনেমা সালার নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ গুঞ্জন রয়েছে । কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের এই সিনেমাটি আগে এই মাসের ২৮শে সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত হয়েছে তারিখ। এই ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা। এদিকে সুপারস্টার প্রভাসের পরবর্তী ছবি নিয়ে আলোচনা হতে শুরু করেছে।

সুপারস্টার প্রভাস তেলেগু ফিল্ম স্টার বিষ্ণু মাঞ্চুর পরবর্তী ছবি কান্নাপ্পার জন্য হাত মিলিয়েছেন বলে খবর রয়েছে। সুপারস্টার প্রভাস এই সিনেমায় ক্যামিও করতে চলেছেন বলে খবর। যেখানে তিনি ভগবান শিবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। চলচ্চিত্র তারকা বিষ্ণু মাঞ্চু নিজেই এসব খবর নিশ্চিত করেছেন।

   

এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার ভক্তদের উন্মাদনা আকাশছোঁয়া। গতবার সুপারস্টার প্রভাসকে পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’-এ প্রভু শ্রী রামের ভূমিকায় দেখা গিয়েছিল। এখন তিনি বিষ্ণু মাঞ্চুর পরবর্তী ছবি কানাপা-এ ভগবান শিবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। সুপারস্টার প্রভাসকে তার পরবর্তী ছবি ‘কালকি ২৮৯৮ এডি’-তে ভগবান বিষ্ণুর ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। এই সিনেমাটি হিন্দু পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত।উল্লেখ্য ,এই বিষ্ণু মাঞ্চু অভিনীত ছবিতে তার বিপরীতে প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কৃতি স্যাননের বোন নুপুর স্যাননকে।

প্রসঙ্গত, পরিচালক প্রশান্ত নীলের সিনেমা ‘সালার’ দিয়ে শিগগিরই দর্শকদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। এই ছবি ছাড়াও অভিনেতার হাতে রয়েছে পরিচালক নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’। এই ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দায় দেখা যাবে সুপারস্টার প্রভাসকে।

এ ছাড়া অভিনেতা সন্দীপ রেড্ডি বঙ্গের সিনেমা ‘স্পিরিট’ নিয়েও ব্যস্ত রয়েছেন। যেটি শুরু হবে পরিচালক রণবীর কাপুরের সিনেমা ‘পশু’র কাজ শেষ হলেই। পরিচালক মারুতির সিনেমা ‘রাজা ডিলাক্স’-এর জন্যও খবরে রয়েছেন এই অভিনেতা। এটি একটি হরর-কমেডি সিনেমা হবে। প্রভাসের ক্যারিয়ার গগনচুম্বীতে, আনন্দে মেতেছে তার অনুরাগীরা। তিনি যে ছবিতে তার শিবের অবতারে মুগ্ধ করবেন সকলকে তা আর অনুরাগীদের ভাবার বিষয় নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন