Poonam pandey: বলিউডে শোরগোল জেলেবন্দি পুনম পান্ডে!

বিতর্ক আর পুনম পান্ডে (Poonam pandey) একে-অপরের সহচরী। কাজ থাকুক আর না থাকুক লাইমলাইটে কীভাবে থাকতে হন তিনি ভাল ভাবেই জানেন। তাইতো সেকারনে ‘লকআপে’ থাকছেন…

poonam pandey

বিতর্ক আর পুনম পান্ডে (Poonam pandey) একে-অপরের সহচরী। কাজ থাকুক আর না থাকুক লাইমলাইটে কীভাবে থাকতে হন তিনি ভাল ভাবেই জানেন। তাইতো সেকারনে ‘লকআপে’ থাকছেন তিনি। ঠিক বুঝেছেন একতা কাপুরের লকআপ রিয়্যালিটি শোয়েই প্রতিযোগী হিসেবে আসতে চলেছেন পুনম পাণ্ডে। আসলে নিজেকে কীভাবে স্পটলাইটে রাখতে হয় সেটা পুনম ভালই জানেন। আর পুনমের এই ট্যালেন্ট কাজ লাগাতে চলেছেন একতা।

তবে পুনমকে বিশ্বাস করে একতা যে ভুল করেননি তার প্রমান মিলেছে ‘লকআপ’ টিজারে। কয়েক সেকেন্ডের ভিডিওতে নেট-দুনিয়ায় সেনসেশন ছড়িয়েছে সে।

একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো। এই শো’য়ে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। যার সঞ্চালক কঙ্গনা রানাউত। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাঁদের। কয়েকদিন আগে এই শোয়ের প্রচারেই কঙ্গনা বলেন, ”আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পুরতে চাই। আর তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা। একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি।”

Advertisements

বলিপাড়ার গুঞ্জন, বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর । তবে সঞ্চালক হিসেবে সলমনকে টেক্কা দিতে পারবেন কিনা কঙ্গনা, তা তো সময় বলবে। ২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো।