মহাকুম্ভে যাচ্ছেন পুনম পান্ডে, নেটিজেনদের মন্তব্য ‘সানি লিওন ও মিয়া খলিফাকে নিয়ে আসুন’

মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) -এ প্রয়াগরাজে লক্ষ-কোটি মানুষের সমাগম হচ্ছে। ছবিতে সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা পুণ্যস্নান করতে আসছেন। এবার মহাকুম্ভে যাচ্ছেন অভিনেত্রী…

poonam-pandey-milind-soman-holy-dip-prayagraj-mahakumbh

মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) -এ প্রয়াগরাজে লক্ষ-কোটি মানুষের সমাগম হচ্ছে। ছবিতে সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা পুণ্যস্নান করতে আসছেন। এবার মহাকুম্ভে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল পুনম পান্ডে (Poonam Pandey)। সম্প্রতি মুম্বাই বিমানবন্দের অভিনেত্রীর মহাকুম্ভ যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

বলিউডের সাহসী অভিনেত্রী ও মডেল পুনম পান্ডে (Poonam Pandey) প্রায়ই তার সাহসিকতার জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পুনমের একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে পুনম পান্ডে মুম্বাই বিমানবন্দরে ক্যাজুয়াল লুকে দেখা গেছে। পুনম পাপারাজ্জিদের জানিয়েছেন, তিনি মহাকুম্ভ মেলা স্নানে যাচ্ছেন।

   

মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025),ভারতের একটি অন্যতম বড় আধ্যাত্মিক অনুষ্ঠান। সেখানে পুনম পান্ডের (Poonam Pandey) যাওয়ার খবরে কিছু মানুষ তাকে তীব্রভাবে ট্রোল করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, “পুনম পান্ডে যতই আধুনিক হোক না কেন, তিনি কুম্ভে ডুব দিচ্ছেন, এটাই বড় কথা।” অন্য একজন লিখেছেন, “ঠিক আছে, এখন আপনি সানি লিওন এবং মিয়া খলিফাকে আপনার সঙ্গে নিয়ে যান।” এমনকি এক নেটিজেন লিখেছেন, “রাম, তোমার গঙ্গা নোংরা হয়ে গেছে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

প্রসঙ্গত, পুনম পান্ডে (Poonam Pandey) তার কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। পরবর্তীতে বলিউড ও দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন। তবে তার কর্মজীবনে অভিনয় যতটা না আলোচিত হয়েছে, তার চেয়ে অনেক বেশি আলোচিত হয়েছে নানা বিতর্কের কারণে।

১৯৯১ সালের ১১ মার্চ, উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণকারী পুনমের (Poonam Pandey) ক্যারিয়ার শুরু হয়েছিল একটি নামী পত্রিকা আয়োজিত ফ্যাশন শো-এর সেরা ন’জন প্রতিযোগীর মধ্যে একটি স্থান লাভ করে। এরপর তিনি মডেলিং জগতে প্রতিষ্ঠিত হন । 

বাংলা ছবিকে ‘ঘটিয়া’,অনুরাগ কাশ্যপকে কড়া ভাষায় জবাব পরমব্রতর!

২০১৩ সালে পুনম পান্ডে (Poonam Pandey) বলিউড ছবি ‘নশা’ মাধ্যমে অভিনয়ে পা রাখেন। ছবিতে তিনি এক শিক্ষিকার চরিত্রে ছিলেন। ছবির মূল বিষয় ছিল তার ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক। এই সিনেমার পোস্টারে পুনমের শরীর দু’টি প্ল্যাকার্ড দিয়ে আবৃত ছিল। পোস্টার ঘরে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। মুম্বই জুড়ে বিক্ষোভ হয়েছিল। অভিনয় জীবনে তিনি হিন্দি, কন্নড়, ভোজপুরী এবং তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। 

সঙ্গীতে পদ্ম পুরস্কার নিয়ে কেন্দ্রকে নিশানা সোনুর?