Poonam Pandey: ‘বিয়ের থেকে বিশ্বাস উঠে গিয়েছে’ লকআপে ঢোকার আগে জানালেন পুনম

Poonam Pandey

স্পটলাইট কীভাবে নিজের দিকে ঘুরিয়ে নিতে তা বেশ ভালরকমই জানেন পুনম। তাই কাজ থাকুক আর নাইবা থাকুক অল ওয়েল লাইমলাইটে থাকেন তিনি। বিতর্ক বা সেনসেশন তৈরি করা অভিনেত্রীর বা হাতের খেল। পুনমের  (Poonam Pandey) এই ইউএসপি কাজে লাগাতে চলছেন একতা। প্রযোজক তার আপকামিং রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসেবে বেছে নিয়েছেন পুনমকে। এদিকে অভিনেত্রীও দেখাতে শুরু করে দিয়েছেন কামাল। প্রথম বোল্ড লুকে ধরা দিলেন টিজারে। আর এখন শোয়ের প্রচারে নিজের বিবাহিত জীবন নিয়ে খুল্লামখুল্লা মুখ খুললেন পুনম।

‘লক আপ’ প্রচারে এসে অসুখী দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, ‘সংসার নিয়ে খুব স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন ভেঙে গেল আমার। স্যাম আমার উপর অকথ্য অত্যাচার করত। খুব খারাপ সময় দিয়ে গিয়েছি। এখন একটু শান্তিতে বাঁচতে চাই। অনেক দূরে চলে যেতে চাই এসব থেকে। তবে অতীত ভুলতে চাই। নিজেকে ভাল রাখতে চাই এবার।’

   

কয়েক বছর আগে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন পুনম। এখন আবার সে কথা তুলেই জানালেন কেন তিনি একা থাকতে চান।

একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো। এই শো’য়ে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। যার সঞ্চালক কঙ্গনা রানাউত। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাঁদের। কয়েকদিন আগে এই শোয়ের প্রচারেই কঙ্গনা বলেন, ”আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পুরতে চাই। আর তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা। একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি।”

বলিপাড়ার গুঞ্জন, বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর । তবে সঞ্চালক হিসেবে সলমনকে টেক্কা দিতে পারবেন কিনা কঙ্গনা, তা তো সময় বলবে। ২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন