Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityমডেল সরস্বতীর দেহ ঝুলছে, ফের রঙিন দুনিয়ায় আতঙ্ক

মডেল সরস্বতীর দেহ ঝুলছে, ফের রঙিন দুনিয়ায় আতঙ্ক

- Advertisement -

দু সপ্তাহের মধ্যে চারজন রঙিন দুনিয়ার বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু। পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার রহস্যময় মৃত্যুর তালিকায় সরস্বতী সাহা (Saraswati Saha)। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে আতঙ্ক ছড়ায়।

১৯ বছর বয়সি সরস্বতী মায়ের সঙ্গে কসবার বেদিয়াডাঙায় নিজের মামার বাড়িতে থাকতেন। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল সরস্বতী সাহার দেহ। সরস্বতী কয়েকটি ফটোশ্যুটের কাজ করছিলেন।

   

কী কারণে এমন মৃত্যু তদন্তে নেমেছে পুলিশ। সরস্বতী প্রস্তুতি নিচ্ছিলেন মডেল হওয়ার।  ইতিমধ্যেই বেশ কিছু ফটো এবং ভিডিয়ো শ্যুট করেছেন তিনি।
সম্প্রতি গড়ফায় পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তার পর নাগেরবাজার থেকে বুধবার মডেল বিদিশারও ঝুলন্ত দেহ পাওয়া যায়। এরপরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় মঞ্জুষার।এবার আবার উদ্ধার হল সরস্বতীর সাহার দেহ। রঙিন দুনিয়ায় যেন মৃত্যুর অভিশাপ লেগেছে!

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular