বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। সোমবার তাঁর মৃত্যুর পর টলমল হয়ে উঠেছে কোটি ভক্তের স্মৃতিমঞ্চ। সেই শোকেই সহমত দেশের শীর্ষ নেতৃত্বও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু— দুই রাষ্ট্রনায়কই এক আবেগঘন বার্তায় কিংবদন্তির প্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
শোকবার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী মোদী এক্স (X) বার্তায় লিখেছেন, ধর্মেন্দ্রের মৃত্যু “ভারতীয় সিনেমার এক যুগের অবসান”। তাঁর কথায়, পর্দায় যেমন সোজা–সরল চরিত্রে অভিনয়ের দৃঢ়তা ও প্রাণশক্তি ছিল, বাস্তব জীবনেও ধর্মেন্দ্র ছিলেন নম্রতা, আন্তরিকতা ও উষ্ণ মানবিকতার প্রতীক। তাঁর অভিনয় একাধিক প্রজন্মের দর্শকের হৃদয়ে যে সংযোগ তৈরি করেছে, তা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অনন্য। কঠিন সময়ে দেওল পরিবারের পাশে থাকার বার্তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী— “এই শোকের ঘড়ায় আমি সানি, ববি, ঈশা এবং সমস্ত দেওল পরিবার ও কোটি ভক্তের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
শোকপ্রকাশ দ্রৌপদী মুর্মুর PM Modi Mamata Condole Dharmendra
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় ধর্মেন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্রের জন্য বিরাট ক্ষতি।” তাঁর মতে, তাঁর ক্যারিয়ার শুধু সুপারহিট ছবির সমাহার নয়— বরং কয়েক দশকজুড়ে নির্মিত এক শিল্পযাত্রা, যা হিন্দি সিনেমার গতিপথ বদলে দিয়েছে। স্মরণ করিয়েছেন ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ধরম বীর’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’— সহ বহু কালজয়ী ছবিকে। রাষ্ট্রপতির স্পষ্ট বক্তব্য— ধর্মেন্দ্রের রেখে যাওয়া উত্তরাধিকার আগামীর চলচ্চিত্রশিল্পীদের পথ দেখিয়ে যাবে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি এক্স–এ লিখেছেন, “মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, ভক্ত ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি ও তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
দীর্ঘদিনের শ্বাসজনিত অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ৮৯ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হিন্ডি সিনেমার হেফাজারত করা মানুষটি’। তাঁর প্রয়াণে শুধু এক তারকা হারাল বলিউড নয়— ভারত হারাল একজন আবেগময় শিল্পী, একজন অবিচ্ছেদ্য জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীক।
