Tollywood: দিদি নম্বর ওয়ানে পর্দা ফাঁস পিলু ও নীপার

দিদি নম্বর ওয়ানে এবার জি বাংলার অভিনেত্রীরা। কিন্তু সেখানেই পর্দা ফাঁস করলেন তাদের বোনেরা। আগামীকাল জি বাংলায় আসছে পিলু ও নীপা। আর তারই একটি ছোট্ট…

pilu-and-niper-open-secret-on-didi-number-one

দিদি নম্বর ওয়ানে এবার জি বাংলার অভিনেত্রীরা। কিন্তু সেখানেই পর্দা ফাঁস করলেন তাদের বোনেরা। আগামীকাল জি বাংলায় আসছে পিলু ও নীপা। আর তারই একটি ছোট্ট প্রমো এসেছে সামনে। যেখানে দেখা গিয়েছে দিদি নম্বর ওয়ান এর মঞ্চে নেচে সকলকে মুগ্ধ করেছে পিলু। পাশাপাশি তাঁর বোন করেছে পর্দাফাঁস। সে জানিয়েছে, ঘরে নাকি একটাও কাজ করে না পিলু। আর তাতেই অবাক অভিনেত্রী।

Advertisements

অন্যদিকে নীপার বোন জানিয়েছে, তাঁর দিদি অত্যাধিক ন্যাকামো করে। আর তাতেই লজ্জা পেয়ে যায় নীপা। বর্তমানে জি বাংলায় দুটি হিট ধারাবাহিকের মধ্যে রয়েছে পিলু ও মিঠাই। আর সেই ধারাবাহিকের অভিনেত্রীরাই এসে উপস্থিত হয়েছে জি বাংলায় দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে।

Advertisements

মনে করা হচ্ছে ধারাবাহিকের অভিনেত্রীদের দিদি নম্বর ওয়ানে এসেই আসল রহস্য ফাঁস হবে। সেখান থেকেই জানা যাবে অভিনয়ে ক্যামেরার পেছনে যাদের দেখা যায় তারা বাড়িতে কি রকম থাকে? পরিবারের সাথে কিরম ভাবে কাটায় তারা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)