ফ্যাশন স্টেটমেন্টের জন্য সর্বদাই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাই অভিনয় দক্ষতা দিয়ে নয়,বরং ফ্যাশন স্টেটমেন্টে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন উরফি। ফটোশ্যুটের সময় অন্তর্বাস ছাড়াই অভিনেত্রীকে সবচেয়ে বেশি দেখা যায়।
নতুন ছবিতে ও ঘটেনি তার কোনও ব্যতিক্রম।অন্তর্বাস না পরে ফের নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি গুলি মুহূর্তেই ভাইরাল।নায়িকার কাটাছেড়া পোশাক,শরীরী উষ্ণতা ভক্তদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।দিন কয়েক আগেই উরফির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে,ব্লাউজের নিচ থেকে বক্ষযুগলের একাংশ বেরিয়ে আসতে।যা দেখে কম বিতর্ক হয়নি,যদিও তাতে থোড়াই কেয়ার করেন অভিনেত্রী।বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে,গোপনে নাকি প্রেম করছেন উরফি।তাই মন ভেঙ্গেছে অনেকের৷
শোনা যাচ্ছে,হলিউড স্টারের সঙ্গে প্রেম করছেন উর্ফি।সোশ্যাল মিডিয়ায় একজনের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন,তিনি ক্রিসইভান্সের সঙ্গে প্রেম করছেন।পরে অবশ্য বোঝা যায়, সবটাই তিনি মজার ছলে বলছেন।তিনি বলেন, কেউ যদি ক্রিসকে চেনেন তাহলে যেন তাঁকে বলেন যে তাঁর গার্লফ্রেন্ড উর্ফিকে যেন ফোন করে।
প্রসঙ্গত,বিগ বস অংশগ্রহণ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন উরফি জাভেদ।যদিও বিগ বসের ঘরে টিকতে পারেননি সপ্তাহখানেকের বেশি। এলিমিনেট হয়ে বাইরে আসার পর থেকেই একাধিক বিতর্ক তৈরি করে চলেছেন তিনি। আর যারমধ্যে বেশিরভাগটাই তাঁর পোশাকের কারণে।
উরফি বেশির ভাগ সময় অন্তর্বাস ছাড়া
গায়ে কাপড় জড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায়।তাঁর পোশাকের সাথে চর্চা হল মুখের অঙ্গভঙ্গি নিয়েও।২০২১ শের শেষে অভিনেত্রী এতটাই অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন,যে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হয়েছেন।অভিনেত্রীর কথায়,
‘ব্যর্থ কেরিয়ার, ব্যর্থ সম্পর্ক, অর্থের অভাব আমাকে এমন একজন পরাজিত মানুষের বোধ দিত। আমার এখনও অনেক টাকা নেই, সফল কেরিয়ারও না এবং আমি এখনও অবিবাহিত। কিন্তু আমার আশা আছে। এটাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ।আমি কখনোই থামিনি। আমি হাঁটতে থাকি এবং এখনও হাঁটছি। আমি যেখানে থাকতে চাই সেখানে হয়তো এখনও পৌঁছয়নি তবে অন্তত আমি সেই পথে আছি।’