সুপর্ণা পাড়ুই, কলকাতা: বাঙালির কাছে দুর্গাপুজো মানেই এক আবেগ। সারা বছরের অপেক্ষা। সাধারণ থেকে সেলেব আনন্দ উৎযাপনের তালিকা কিন্তু একই। এই বছর পুজোতে অভিনেত্রী তথা মডেল পায়েল দেবনাথ (Payel Debnath) কীভাবে কাটাবেন তা জানিয়েছেন Kolkata 24*7-এ।
প্রশ্ন: পুজোর চারদিন কী কী প্ল্যান রয়েছে?
উত্তর: পুজো মানেই চারদিনের আনন্দ। আমর আমি এই সময়ে কোনও শুট রাখি না। বন্ধুদের সঙ্গে প্যােন্ডেল হপিং আর জমিয়ে খাওয়া-দাওয়া। নো ডায়েট।
প্রশ্ন: সারারাত ঠাকুর দেখার কী প্ল্যান থাকে?
উত্তর: অবশ্যাই দুর্গাপুজোতে সারারাত ঠাকুর দেখবো না তাই কখনও হয়। সারারাত ধরে ঠাকুর দেখে তারপর ভোরে বারি ফেরবো।এই বছর আমার পুজোতে আমার জন্মদিন তাই আমার কাছে এই বছরের পুজো খুবই স্পেশাল।
প্রশ্ন: পুজোতে শাড়ি নাকী ওয়েস্টার্ন
উত্তর: বাঙালির দুর্গাপুজো মানেই শাড়ি। সারাবছর কাজের সুবাধে ওয়েস্টার্ন পরলেও বাঙালি নারী পুজোতে চাই অবশই শাড়ি।
প্রশ্ন: বাড়ির খাবার নাকী বিরিয়ানি
উত্তর: সকাল থেকে বাড়ির খাবার খেলেও ঠাকুর দেখতে বেরোলে তো বাইরের খাবারই মন চায়।
প্রশ্ন: পুজোতে কলকাতা নাকী বিদেশ
উত্তর: আমি ছোটবেলা থেকেই ডায়মন্ড হারবারে বড় হয়ে ওঠা। তারপর কাজের সূত্রে কলকাতায় থাকি। আর কলকাতা ছেড়ে পুজোয় কোথাও যেতে মন একেবারেই চায়না।
প্রশ্ন: জীবনে কী একবারও পুজো প্রেম হয়েছে?
উত্তর: হ্যাঁ , আমি জমিয়ে প্রেম করেছি কয়েকবছর। তবে এই মুহূর্তে কোনও সম্পর্কে নেই। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছি পুজোর আগে যদি একটা বয়ফ্রেন্ড হয়ে যায়…তাহলে তো আর কিছু বলাই নেই।
প্রশ্ন: জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দের
উত্তর: অবশ্যীই, আমার প্রতি যে রয়াল থাকবে আর যে আমাকে খুব ভালবাসবে আর কেয়ারিং হবে। ব্যস বাকীটা আর বলবো না…
প্রশ্ন: ছোটবেলার কোনও স্মৃতি আজও মিস করা হয়
উত্তর: অনেক কিছু মিস করি। ডায়মন্ড হারবারে নদীর পাড়ে বসা থেকে শুরু করে নৌকা চাপা আজও মিস করি।
প্রশ্ন: পুজোতে পরিবারের সঙ্গে আড্ডা নাকী বন্ধুদের সঙ্গে পার্টি
উত্তর: পরিবার ও বন্ধু সকল কিছু মিলিয়ে মিশিয়েই থাকে।
প্রশ্ন: এই বছর পুজোতে নতুন কোনও কাজ রয়েছে
উত্তর: কাজ তো সব সময়েই থাকে। তবে পুজোর চারদিন কাজ থেকে দূরে থাকি।