আবারও একসঙ্গে জনপ্রিয় ‘বেহুলা লখীন্দর’ জুটি পায়েল – অর্কজ্যোতি

আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ‘বেহুলা লখীন্দর’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে দেখা যাবে পায়েল দে (Payel De)ও অর্কজ্যোতি পাল চৌধুরীকে(Arkojyoti Pal Chowdhury)। এইবার তাদেরকে…

আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ‘বেহুলা লখীন্দর’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে দেখা যাবে পায়েল দে (Payel De)ও অর্কজ্যোতি পাল চৌধুরীকে(Arkojyoti Pal Chowdhury)। এইবার তাদেরকে দেখা যাবে দুটি মুখমুখি চরিত্রে। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ (Kon Se Alor Swapna Niye)।

এই ধারাবাহিকে গল্পে নতুন মোড় নিয়ে আসছেন অভিনেতা অর্কজ্যোতি। তার চরিত্রের নাম ‘রেয়ান’। আলোর জীবনের এই নয়া মোড় নিয়ে উৎসাহিত দর্শক মহল। ইতিমধ্যেই ধারাবাহিক ১০০ পর্ব পেরিয়েছে । এই উপলক্ষ্যে সেটের মাঝে কেক কেটে সেলিব্রেশন করলেন ধারাবাহিকের সদস্যরা। প্রায় ১৫ বছর পর তারকা জুটি একসঙ্গে কাজ করতে পেরেও খুশি।

   

উলেক্ষ্য, ২০১০ সালে ‘বেহুলা’ ধারাবাহিকে প্রথম দেখা যায় পায়েল ও অর্কজ্যোতি । পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন পায়েল দে ,অর্কা মজুমদার, রিমঝিম মিত্র , চন্দ্রায়ী ঘোষ , কৌশিক চক্রবর্তী এবং রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে। অনিরুদ্ধ চরিত্রে অর্কজ্যোতি পল চৌধুরীকে দেখা গিয়েছিল। এইবারে তাকে দেখা যাবে একেবারে ভিন্ন এক চরিত্রে।

নেটিজেনেরা এই দুই জুটিকে একসঙ্গে পেয়ে খুশি। আগামীতে নতুন কিছু দেখা যাবে এমনটাই আশা করছেন বাংলার দর্শক।