Payel Sarker: পায়েল সরকার অভিনীত নতুন ছবি ‘অহল্যা’ 

আবার সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarker)-কে। নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার এবং পায়েল সরকারকে।…

আবার সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarker)-কে। নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার এবং পায়েল সরকারকে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় এর নতুন ছবি ‘অহল্যা’ র ঘোষণা হয়েছে কদিন আগে। ছবির প্রযোজক প্রিয়া সেনগুপ্ত।

Advertisements

ছবিটির গল্প একটি সাইকোলজিক্যাল থ্রিলার এর ওপর গড়ে উঠেছে। বনি সেনগুপ্ত এখানে একজন জিম ইনস্ট্রাক্টর এর ভূমিকায় অভিনয় করছে। যার সাথে একজন মেয়ের আলাপ হয় এবং সম্পর্ক তৈরি হয়। তারপর দিনের পর দিন বনি পজেসিভ হতে শুরু করে সেই পজেসিভনেস থেকে তাদের সম্পর্কে চিড় ধরে। তারা একে অপরের সঙ্গে লিভ ইন সম্পর্ক থেকে বেরিয়ে যায় এবং তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Advertisements

এরপরে বনির জীবনে মোর ঘোরে সে একটি অন্য ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করে। সেই ফ্ল্যাটে গিয়ে থাকার সময় তার একটি ছোট্ট বাচ্চা মেয়ের সাথে আলাপ হয়। মেয়েটি তার বাবা-মায়ের রোজকার ঝামেলা থেকে বেরিয়ে এসে বনির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো সেই সূত্রে বনির সাথে তার আলাপ ঘটে। কিন্তু পরে বনি জানতে পারে যে সেই পরিবার বা মেয়েটির কোন অস্তিত্বই নেই।এই ভাবেই গড়ে উঠেছে ছবির একটি গল্প। যেটার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে কবে এটি মুক্তি পেতে চলেছে এই নিয়ে এখনো কিছু জানা যায়নি।