Home Entertainment Payal Dey: আবার ছোটপর্দায় বড় চরিত্রে পায়েল

Payal Dey: আবার ছোটপর্দায় বড় চরিত্রে পায়েল

Payal Dey

বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: আলো ধারাবাহিকের পর পায়েল দে’কে (Payal Dey) আবার মুখ্য চরিত্রে দেখতে পাবে দর্শক। দেশের মাটিতে পায়েলের অভিনয় সবার মন জয় করেছে। মুখোশ ওয়েব সিরিজ এই যথেষ্ট ভালো অভিনয় করেছিলেন পায়েল। তারপর ইন্দু ওয়েব সিরিজ এ তার অভিনয়ে সবাই মুগ্ধ হয়েছেন সকলে।

Advertisements

অবশেষে পায়েল মুখ খুললেন যে, তিনি আবার ধারাবাহিকের মুখ চরিত্রে ফিরছেন। জানা গিয়েছে, ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পায়েল। ” কোরা পাখির” পর ঋষি ও ব্রেক নিয়েছিলেন কিছুদিন। লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘অরগ্যানিক স্টুডিয়ো’র ব্যানারে খুব শিগগিরই শুরু হতে চলেছে এই ধারাবাহিক। পায়েল ঋষি ছাড়াও আরো অনেক খেতনামা অভিনেতাদের দেখা যাবে নতুন সিরিয়াল এ।

   

পায়েল কে চরিত্র নিয়ে জিগ্গেস করতে উত্তর এলো ” আমি যে চরিত্র করেছি সেটা খুবই স্বাধীনচেতা একটি চরিত্র, প্রায় আড়াই বছর পর মুখ্য চরিত্রে ফিরছি, খুবই এক্সসাইটেড ধারাবাহিকটি নিয়ে। এবং আরো জানালেন যে ধারাবাহিকের নামের মধ্যেও আছে চমক। আশা করি দর্শকদের ভালোবাসা পাবে এই ধারাবাহিক।

প্রসঙ্গত লীনা গঙ্গোপাধ্যায় এর পুত্র, অর্ক তারই প্রযোজনায় চলেছে অরগ্যানিক স্টুডিও । লীনা গঙ্গোপাধ্যায় এর ছত্রছায়ায় অর্ক – দেবলীনার অরগ্যানিক স্টুডিও। অনেক ধারাবাহিক ইতিমধ্যেই চলছে এই প্রযোজনার । আশা করা যায় এই ধারাবাহিক আমাদের সবার মনে জায়গা করে নেবে।

Advertisements