উইক এন্ডে ঘুরে আসুন রাঁচির পাত্রাতু ভ্যালি থেকে

রাঁচি থেকে ৪০ কিমি দূরে অবস্থিত পাত্রাতু (Patratu) ভ্যালি, যা অনেকটা পূর্ব সিকিমের জুলুকের জিগজাগ রোডের আঁকাবাঁকা রাস্তার কথা মনে করিয়ে দেয়। হাওড়া থেকে শক্তিপুঞ্জ…

Patratu–A Hidden Valley Town In Jharkhand

রাঁচি থেকে ৪০ কিমি দূরে অবস্থিত পাত্রাতু (Patratu) ভ্যালি, যা অনেকটা পূর্ব সিকিমের জুলুকের জিগজাগ রোডের আঁকাবাঁকা রাস্তার কথা মনে করিয়ে দেয়।

হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে পাত্রাতু ভ্যালি স্টেশনে নেমে যাওয়ার সুবিধা আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনে রাঁচি এসে ৪০ কিমি দূরে রামগড়ের কাছে থামে । পাত্রাতু ভ্যালি ভ্রমণ করা যায় রাঁচির অন্যান্য সাইটসিয়িং স্পটগুলোর সাথে। বোকারো স্টিল সিটি, লালপুর, কাঁকাঁ ড্যাম হয়ে অবস্থিত পাত্রাতু ভ্যালি। 

এখানকার রাস্তাটি খুবই সুন্দর আর পাশের পাহাড়ের সৌন্দর্যও অভূতপূর্ব। এই পাত্রাতু ভ্যালির উচ্চতা ১৩২৮ ফুট। পাত্রাতু ভ্যালিতে থাকার কোনো হোটেল নেই কিন্তু নিচে পাত্রাতু লেকের পাশে থাকার ব্যবস্থা আছে। এই লেকটিও বেশ সুন্দর, সঙ্গে পাশের পার্কটি ও বেশ সাজানো-গোছানো। পাত্রাতু ভ্যালিতে নতুন হওয়া পাত্রাতু লেক রিসোর্ট বা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স নিঃসন্দেহে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণের ।

Advertisements

৩০০, ৪০০, ৫০০ বিভিন্ন দামের শিকারা নৌকা ভ্রমণ এবং ১৫০০/- টাকায় স্পিডবোট বোটিং হয়। শীতকালে লেকের জলে প্রচুর পাখির (ব্রাউন হেডেড শিগাল) সমাগম হয়।পাত্রাতু ভ্যালি রিসোর্ট লেক থেকে ৩.৫ কিমি দূরে পালানী জলপ্রপাত। এটি প্রায় নাম না শোনা জলপ্রপাত যা বর্ষাকালে গেলে খুবই ভালো লাগবে । শীতকালেও এতে অল্প বিস্তর জল থাকে। পালানী জলপ্রপাতের সবচেয়ে বড় সুবিধা হল, প্রায় জলপ্রপাত পর্যন্ত গাড়ি চলে যায়। এবং মাত্র গোটা দশেক সিঁড়ি নীচে নামতে হয়। তাই বয়স্করাও এখানের পালানী জলপ্রপাতের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন৷