দীর্ঘ ৫৫ বছর পর, বাংলায় আবার ‘পরিণীতা’, প্রধান চরিত্রে গৌরব-দেবচন্দ্রিমা

মুক্তি পেল ‘পরিণীতা’ (Parineeta) ওয়েব সিরিজের ট্রেলার। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে এই সিরিজ। এই সিরিজে ললিতার চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয়…

Parineeta Web Series

মুক্তি পেল ‘পরিণীতা’ (Parineeta) ওয়েব সিরিজের ট্রেলার। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে এই সিরিজ। এই সিরিজে ললিতার চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Ray)। শেখর রূপে অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay) রচিত উপন্যাসটি এবার উপভোগ করতে পারবেন ওয়েব সিরিজ অনুরাগীরা।

উল্লেখযোগ্য, প্রায় ৫৫ বছর পর আবার বাংলায় ফিরতে চলেছে ‘পরিণীতা’ (Parineeta)। ১৯৪২ সালে প্রথম বাংলা চলচ্চিত্রে তৈরী হয়েছিল ছবি বিশ্বাস ও সন্ধ্যারানী অভিনীত ‘শরৎচন্দ্রের পরিণীতা’। এই ছবি পরিচালনা করেছিলেন পশুপতি চট্টোপাধ্যায়। এর পর আবার ১৯৬৯ সালে তৈরী হয় ‘পরিণীতা’। অজয় করের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়। এর আগে বলিউডে সাইফ আলী খান (Saif Ali Khan) এবং বিদ্যা বালন (Vidya Balan)অভিনীত ‘পরিণীতা’ মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।

   

এবার হইচইয়ের ‘বেস্ট অফ বেঙ্গল’ (Best of Bengal) সিরিজে তৈরী হতে চলেছে ‘পরিণীতা’ (Parineeta)। হইচই এর আগে জানিয়েছিল যে এই তুলে ধরা হবে বাংলার বিখ্যাত সাহিত্যিকদের লেখা কাহিনীগুলি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Saradindu Bandyopadhyay) দুর্গ রহস্যের (Durgo Rawhoshyo) পর এবার তুলে ধরা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যের ‘পরিণীতা’। ‘পরিণীতা’ একটি রোমান্টিক ধারার উপন্যাস যা স্বাধীনতা-পূর্ব ভারতে প্রচলিত সামাজিক সমস্যাগুলিকেও তুলে ধরবে। ‘পরিণীতা’ সিরিজের পরিচালনা করেছেন অদিতি রায় যিনি এর ‘নষ্টনীড়’, ‘বোধন ২’ এর মতো সিরিজের পরিচালনা করেছিলেন। ।

পরিচালকের ঘাড়ে কোপ, ফেডারেশনের অঙ্গুলিহেলনেই বদলে গেলেন পরিচালক

পরিণীতার অফিসিয়াল টিজার, শনিবার মুক্তি পেয়েছে, সেখানে দেবচন্দ্রিমা সিং রায় এবং গৌরব চক্রবর্তীর প্রধান জুটির একটি আভাস প্রদান করে, যাঁরা যথাক্রমে ললিতা এবং শেখরের চরিত্রে অভিনয় করছেন। অভিনেতাদের মধ্যে রসায়ন ভালই জমেছে। তাঁদের রোম্যান্সসংবেদনশীলভাবে এবং তাঁদের বিচ্ছেদকেও সংবেদনশীলভাবে চিত্রিত করা হয়েছে।

এই গল্পের প্রেক্ষাপট ১৯০৫ এর বঙ্গভঙ্গ আন্দোলন। সেই সময়কার স্বাধীনতা আন্দোলনকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে টিজারে। টিজার দেখা যাচ্ছে কিভাবে বঙ্গভঙ্গের পর অশান্তি ছড়াতে শুরু করতেই, ‘বন্দে মাতারাম’ বলতে বলতে রাস্তায় বেরোন বাঙালিরা। এই ঘটনাগুলি ঐতিহাসিক নির্ভুলতা এবং সত্যতার উপর নির্মাতাদের জোর দেওয়া কে চিহ্নিত করে।

বলিউডের ‘পরিণীতা’ গল্পটিকে একটি আধুনিক প্রেক্ষাপটে নিয়ে এসেছিল। সেই দিকে না হেঁটে, ওয়েব সিরিজের নির্মাতারা এটিকে অনেকটা সাবিকে ভাবে উপস্থাপনা করেছেন। পুতুলের বিবাহের দৃশ্য, যেটি উপন্যাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়, সেটিকেও তুলে ধরা হয়েছে টিজারে।