Porimoni: রহস্যজনক পোস্ট করলেন পরীমণি, এবার তিনি কী করতে চলেছেন?

বাংলাদেশের বিতর্কিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি  পরীমণি। যিনি প্রায়ই চর্চার কেন্দ্রে থাকেন। কখনও মাদক কাণ্ডে নাম জড়িয়ে আবার কখনও বা একাধিক বিবাহ সম্পর্কের বেড়াজালে, পরীমণিকে নিয়ে…

Bangladeshi actress Pori Moni stirs up excitement among her fans with a recent Facebook post, causing a wave of reactions and discussions online.

বাংলাদেশের বিতর্কিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি  পরীমণি। যিনি প্রায়ই চর্চার কেন্দ্রে থাকেন। কখনও মাদক কাণ্ডে নাম জড়িয়ে আবার কখনও বা একাধিক বিবাহ সম্পর্কের বেড়াজালে, পরীমণিকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি ফেসবুকে একটি রহস্যজনক পোস্ট করেছেন।যে কারণে নেটদুনিয়ায় নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন পরীমণি।

স্পষ্টভাষী হিসেবে আগেই মিডিয়ায় পরিচিতি পেয়েছেন এই নায়িকা। তবে এবার মিডিয়ায় সরব হয়েছেন অন্য একটি ইস্যু নিয়ে।অনেকটা রহস্য রেখেই দুই দিন আগে ফেসবুকে পরী পোস্ট করেন। লেখেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’ এমন পোস্ট কাকে উদ্দেশ করে লিখেছেন তা পরী নিশ্চিত না করলেও এ পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা আঙুল তুলেছেন চিত্রনায়িকা বুবলীর ওপর।

   

এ পোস্টের কমেন্ট বক্সে নিজেও কমেন্ট করেছেন পরী। কমেন্ট বক্স স্ক্রল করে দেখা যায়, বেশকিছু ইঙ্গিতপূর্ণ কমেন্ট করেছেন পরী। লিখেছেন, বাজারে একটা ফ্রি কইরা দিলাম সেটাতেও ক্ষান্ত হইলো না। 🥴

এমন কমেন্ট করে মিডিয়ার দুই অভিনয়শিল্পীর দিকে তীর ছুঁড়েছেন পরী বলে মনে করছেন নেটিজেনরা। তবে কে সেই দুজন তা বিস্তারিত বলেননি অভিনেত্রী। এদিকে সেই পোস্টের পর থেকে পরী তার ফেসবুক পোস্টে শুধু রহস্যময়তার পোস্ট দিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন পরীমণি। টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলীর পাশাপাশি অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণিও।