Tollywood: মিমির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। খুলে বললেন মনের কথা। এদিন পরেশজি বললেন, তিনি আগাগোড়াই বাংলা ছবির ফ্যান। বাংলা ছবি ভালো লাগে। তবে এই বাংলা ছবির নায়িকা হিসেবে মিমি চক্রবর্তীকে তিনি বিশেষভাবে পছন্দ করেন। তাঁর অনবদ্য অভিনয়ের ভীষণ ভালো লাগে বর্ষীয়ান অভিনেতার।
সম্প্রতি, বলিউডে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ নন্দিতা পরিচালিত সুপারহিট বাংলা ছবি পোস্তর রিমেক। ছবির নাম ‘শাস্ত্রী বিরুধ শাস্ত্রী’। ওই ছবিতেই মিমির সঙ্গে কাজ করেছেন পরেশজি। আর সেখানেই মিমির অভিনয় দেখে অভিভূত পরেশ। অভিনেতা তাই চান, হিন্দি ছবিতে আরও কাজ করুন মিমি।
View this post on Instagram
আসলে সম্প্রতি, পোস্ত ছাড়াও আরও একটি নতুন প্রজেক্টে কাজ করেছেন মিমি। ওই প্রজেক্টের মাধ্যমে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে নায়িকার। ‘ধনঞ্জয়’-এর পর আরও একবার ওই (Hoichoi) সিরিজে আইনজীবীর চরিত্রে কাজ করবেন মিমি চক্রবর্তী। সঙ্গ দেবেন টোটা রায়চৌধুরী। নাম ‘যাহা বলিব সত্য বলিব'(Tollywood)।
চন্দ্রাশিস রায় পরিচালিত এই সিরিজেরই প্রচার করতে এদিন ইন্সটাগ্রামে এসেছিলেন পরেশ৷ সেই ভিডিও শেয়ার করা হয়েছে মিমি চক্রবর্তীর প্রোফাইল থেকেই। শেয়ার করে মিমি লিখেছেন, এই দেশের মানুষ তাঁকে কে না ভালোবাসে। এবং আজকের পৃথিবীতে তাঁর গুণ সত্যিই বিরল। অভিনেতার গ্রাউন্ডেড, বাস্তবসম্মত, নম্র মনোভাব অতুলনীয়। আসলে নিজের মধ্যে একটি অনুপ্রেরণা তিনি। ধন্যবাদ স্যার @pareshrawalofficial। আমি এবং আমাদের পুরো টিম আনন্দিত।
View this post on Instagram