Parambrata: পিয়ার জন্য নিজেকে বদলেছেন পরম?

Parambrata

Parambrata: বেশ কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তবে বিয়ের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নিজেকে একেবারে বদলে ফেলেছিলেন পরমব্রত! কটাক্ষের চাপে দুজনের বিবাহিত জীবনের শুরুটা হয়ত সোশ্যাল মিডিয়ার দিক থেকে এতোটাও মধুর ছিল না। কিন্তু কেন কি এমন ঘটেছিল? কোনো কারণে কোনো মনোমালিন্য কি হয়েছিল নব দম্পতির মধ্যে? হঠাৎই কেন নিজেকে বদলাতে হয়েছিল পরমকে?

বিয়ে উপলক্ষে আমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন লোক তবে রিসেপশনের নিমন্ত্রণ গিয়েছিল অনেকের কাছেই। বিয়ের কয়েক ঘণ্টা কাটটে না কাটতেই পরমব্রত চট্টোপাধ্যায় বদলে ফেলেছিলেন নিজের লুক। এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন যেহেতু অনেকে নিমন্ত্রিত ছিলেন তাই এভাবে নিজেকে পাল্টে নিয়েছিলেন টলিউডের এই নায়ক Parambrata। খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট জলি ছন্দের কাছে গিয়েই নিজেকে বদলে ফেলেছিলেন পরম।

   

পিয়া ও পরমব্রতের বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নানারকম কটাক্ষ। প্রিয়া চক্রবর্তী এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন খ্যাতনামা গায়ক অনুপম রায়ের সঙ্গে। এই কারণে, নেটপাড়ার বাসিন্দারা কিছুতেই যেন পরম এবং পিয়ার বিয়েকে স্বাভাবিকভাবে দেখতেই পারছেন না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Jolly Chanda (@jollychandasatinrose)

উল্লেখ্য, এতকিছুর মাঝেও নিজেদেরকে কর্মব্যস্ততায় অনড় রেখেছেন এই তিন তারকা। কদিন আগেই অনুপম রায় ঘোষণা করেছেন দশম অবতারের বিখ্যাত গান বাউন্ডুলে ঘুড়ি Parambrata নিজের মতো করে ভক্তদের কাছে উপহার দিতে চলেছেন। যার আশায় দিন গুনছেন প্রত্যেক ভক্তরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন