পাওলি দাম (Paoli Dam) মানেই নয়া চমক। বরাবর পাওলি নিজের প্রতিভার বিস্তার ঘটাতে পছন্দ করেন। সম্প্রতি পাওলি একটি ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পাওলি কান্নায় ভেঙে পড়েছেন । কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ জানিয়েছেন দর্শকদের কাছে ভিকি রাই-এর বিরুদ্ধে ।
পাওলি ও তাঁর মতো অনেক মানুষের সাথে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন ভিকি। এই কারণে পাওলি ভিকির মৃত্যুদন্ড চেয়েছেন । কিন্তু দর্শকদের একাংশ বুঝতে পারছেন না, কে এই ভিকি রাই এবং তিনি পাওলির সাথে কি অপরাধ করেছেন।
প্রকৃতপক্ষে, ভিকি রাই হলেন জাতীয় স্তরের একটি ওয়েব প্ল্যাটফর্মের আপকামিং সিরিজ ‘অখন্ড’ -এর প্রধান চরিত্র । কিন্তু এর প্রমোশন আর পাঁচটা ওয়েব সিরিজের মতো হচ্ছে না। এমনকি এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে ঘোষিত হয়েছে ‘অখন্ড’ মুক্তির দিনক্ষণ।
ভিকি রাই মজা করেন সমাজের রীতি-নীতি নিয়ে অকারণে। তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল তিন বছর আগে । এর জন্য সবাই মিডিয়া ট্রায়ালকে ধন্যবাদ জানিয়েছেন। এর বেশি এখনও অবধি ‘অখন্ড’ সম্পর্কে কিছুই জানা যায়নি। এই ওয়েব সিরিজের প্রযোজক, পরিচালক, সামনে আসেননি কেউই। এমনকি জানা যায়নি, পাওলি এই ওয়েব সিরিজের অন্যতম অভিনেত্রী কিনা!