Pandit Abhijit Banerjee: ‘ও পাখি উড়ে আয়’ না ফেরার দেশে চলে গেলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

pandit-abhijit-banerjee-passed-away

সত্যি শূন্য হচ্ছে সংগীতে ভান্ডার। একে একে সুরলোকে পাড়ি দিচ্ছেন কিংবন্তিরা। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ীর-এর এবার চলে গেলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাঝে হাসপাতালেও ভরতি হয়েছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি।বিশিষ্ট সুরকারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রর মতো জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া ‘এখনও সারেঙ্গিটা বাজছে’.. গানটি বহুল জনপ্রিয় হয়। আশা ভোঁসলের কণ্ঠে ‘ও পাখি উড়ে আয়’, সুবীর সেনের কণ্ঠে ‘নয় থাকলেও আরও কিছুক্ষণ’ গানটি এখনও জনপ্রিয়। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ।

   

গায়ক রূপঙ্করের আফশোস করে বলেন, ‘ সকালেই খবর পাই মেসোমশাই নেই। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি। আজ সব শেষ’। গীতিকার-সুরকারের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি বলেন, ‘‘ আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি। আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার, সুরকার, শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎদা’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন