Pallavi Sharma: কতটা স্ট্রাগল করে আজ পর্ণা হয়েছেন পল্লবী?

Pallavi Sharma

Pallavi Sharma: ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মূল চরিত্র পর্ণা ওরফে পল্লবী শর্মার জীবনের আসল গল্প জানলে চমকে উঠবেন। নিজেই বলেছেন, ছেলেবেলা থেকেই নায়িকার জীবন খুব একটা সুখের ছিল না। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সেসময় তিনি মাকে হারান। এরপর পিসির কাছেই বড় হতে থাকেন তিনি। ফের আইসিএসসি পরীক্ষার সময় হঠাৎ তিনি বাবাকে হারান। এইভাবে একদম ছোট্ট বয়স থেকেই প্রিয়জনদের হারিয়েছেন পল্লবী।

নায়িকার কথায়, পরীক্ষার সময় সবাই যখন মা-বাবার হাতে ডাবের জল খেতেন। তিনি নাকি তখন হবিষ্যি খেতাম। সে এক মহাকষ্টের সময় বটে। তবুও নিজের জীবনের রাশ টেনে ধরে রেখেছিলেন নায়িকা। সানন্দা টিভিতে ‘নদের নিমাই’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেন। সে কাজ খুব একটা সফল না হলেও স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিক পল্লবীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

   

বর্তমানে নিম ফুলের মতো ধারাবাহিকে তো তিনি দর্শকদের নয়নমণি। এককথায়, বলা যায় হাজারো ঝড়-ঝাপটা সামলেও নিজের জীবনের লক্ষ্যে আজীবন অটল থেকে গিয়েছেন নায়িকা। তারই ফল আজ পাচ্ছেন। বাবা মায়ের সান্নিধ্য বেশিদিন পাননি ঠিকই। কিন্তু তার বিনিময়ে নায়িকার পাশে রয়েছে কয়েক লক্ষ মানুষের ভালোবাসা। যা তাঁকে জীবনের আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেবে বলে আশা ফ্যানেদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন