Pallavi Sharma: বাথটাবে পল্লবীর কাণ্ড দেখে অজ্ঞান নেটপাড়া

Pallavi Sharma

Pallavi Sharma: ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। তিনি কে আপন পর সিরিয়ালের জবাও নন। আবার নিম্ন ফুলের মধুর পর্ণাও নন। স্বাচ্ছন্দ্যের শাড়ি ছেড়ে বাথটাবে নজির গড়লেন নায়িকা পল্লবী শর্মা। যে মানুষটা শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে পারেন বলে এতদিন ভাবতেও পারেনি দর্শক। আজ এমন কি হল যে রীতিমত মোহিনী রূপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন নায়িকা।

আসলে, রিয়েল লাইফে শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকেও বেশ কম্ফোর্টেবল বোধ করেন নায়িকা। সম্প্রতি নিজের instagram প্রোফাইলে তিনি তুলে ধরলেন তেমনই একটি অসাধারণ ছবি। যেখানে দেখা যায়, গোলাপে মোড়া দুধ ভর্তি বাথটবে শুয়ে শরীর ভেজাচ্ছেন টেলিনায়িকা। পরনে আকাশি রঙের স্লিভলেস টপ। খোলা চুল। আলতো হাসি। পুরোপুরি এক উষ্ণ আবেদন যাকে বলে। যা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)

উল্লেখ্য, বাংলা টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয়তম ধারাবাহিক গুলির মধ্যে একটি হল নিম ফুলের মধু। এই সিরিয়ালে ফুটে উঠেছে একান্নবর্তী পরিবারের গল্প। সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। যদিও রুপোলি পর্দায় শাড়ি ছাড়া কখনোই দেখা যায় নি তাঁকে। তাই তো সম্প্রতি নেটপাড়ায় অভিনেত্রীর ভাইরাল বোল্ড লুকের ছবি দেখে ঝড় উঠেছে ভক্তদের মনে। এমনিতেও এই মুহূর্তে জমে উঠেছে নিম ফুলের মধু। পর্ণাকে জেলে যাওয়া থেকে বাঁচাতে এগিয়ে আসে সৃজন। এবার সফলতা কতটা পাবে সে কথা তো আগামী এপিসোডই বলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন