তার কন্ঠের মাধুর্যে প্রেমে পড়েছেন অনেকেই আবার কখনো মানবিকতা হয়েছে তার পরিচয়। এবার সেই জনপ্রিয় গায়িকা পালক মুছলই (Palak Muchhal) বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে । জানা যাচ্ছে পাত্র তার বহুদিনের চেনা সুরকার মিঠুন। অত্যন্ত জনপ্রিয় সিনেমা “আশিকি টু ” তে গায়িকা এবং সুরকারের ভূমিকায় ছিলেন এই জুটি। অবশেষে সুরের মেলবন্ধনের পর মনের মেলবন্ধন ঘটতে চলেছে তাদের।
জানা যাচ্ছে “আশিকী টু”র আগে থেকেই দুজন দুজনকে চেনেন। ২০১৬ সালে “কহে ভি দে ” এবং “দূর না যা” গানে একসাথে কাজ করার সময় আলাপ হয় তাদের। এরপর এই বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে গড়ায় ভালোবাসার দিকে।
বাজারে তাদের দুজনেরই স্বতন্ত্রভাবে যথেষ্ট নামডাক আছে , দুজনেই একাধিক ভালো প্রজেক্টের জন্য জনপ্রিয় । অন্যদিকে একসাথে জুটি বেঁধে “মেরি আশিকী “র মত গান হিট করেছেন তারা।
তবে সবশেষে বলতেই হচ্ছে সাময়িক বিরতি পর আবারও বলিউডে লাগতে চলেছে বিয়ের মরশুম। ঠিক ক্যাটরিনা, আলিয়ার মতনই বিয়ের লুকে পালক কে দেখতে কেমন লাগে তাই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের।