বিস্ফোরনের জের, স্রষ্টার মূর্তি ধূলিসাৎ পাকিস্তানে

নিউজ ডেস্ক: ধূলিসাৎ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তি। বালোচিস্তানের বন্দরশহর গদরে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় জিন্নাহর একটি বিশাল স্ট্যাচু। ওই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী সংগঠন ‘বালোচ লিবারেশন ফ্রন্ট’। বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালোচিস্তানকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। ডনের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে মূর্তির নিচে রাখা বিস্ফোরক দ্বারা মেরিন ড্রাইভে একটি মূর্তি ধ্বংস হয়ে গিয়েছে। নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হওয়ায় মেরিন ড্রাইভে ওই মুর্তি স্থাপন করা হয়েছিল।

Advertisements

আরও পড়ুন আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে পাকিস্তান, উলটো সুর তালিবানদের গলায়

গদরের ডেপুটি কমিশনার মেজর (অব) আবদুল কবির খান জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জিন্নার মূর্তি যেখানে বসা হয়েছিল সেটি বালোচিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। মূর্তি ওড়াতে বালোচ রিপাব্লিকান আর্মি গোটা এলাকায় বিস্ফোরক পুঁতে দিয়েছিল। প্রচণ্ড বিস্ফোরণে কার্যত ধুলোয় মিশে যায় জিন্নাহর স্ট্যাচুটি।

মূর্তি ওড়াতে বালোচ রিপাব্লিকান আর্মি গোটা এলাকায় বিস্ফোরক পুঁতে দিয়েছিল। প্রচণ্ড বিস্ফোরণে কার্যত ধুলোয় মিশে যায় জিন্নাহর স্ট্যাচুটি।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গদরের ডেপুটি কমিশনার মেজর (অব) আবদুল কবির খান জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খোদ পাকিস্তানের বুকে জিন্নার মূর্তি ভাঙার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

Advertisements

আরও পড়ুন 🅱🅸🅶 🅽🅴🆆🆂: মুম্বই-ইউপি-দিল্লিতে নাশকতার ছক বানচাল, গ্রেফতার পাকিস্তানে প্রশিক্ষিত জঙ্গি

বালোচিস্তান এর আগেও এই ধরনের ঘটনার সাক্ষী। ২০১৩ সালে বালোচ রিপাব্লিকান আর্মি জিন্নার ব্যবহৃত বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। কয়েক ঘণ্টার আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আট বছর বাদে ফিরে এল সেই স্মৃতি।