Saturday, December 6, 2025
HomeEntertainmentপ্রাক্তন পাক প্রেসিডেন্টকে নাচ দেখিয়ে বিপুল রোজগার রাই-সুন্দরীর

প্রাক্তন পাক প্রেসিডেন্টকে নাচ দেখিয়ে বিপুল রোজগার রাই-সুন্দরীর

- Advertisement -

ঐশ্বর্য আর বিতর্ক যেন পাশাপাশি চলে। কখনও সলমনের সঙ্গে সম্পর্ক তো কখনও স্বামীকে পাশে নিয়ে ভরা মঞ্চে অজয় দেবগণকে চুমু, বিতর্ক যেন পিছুই ছাড়তে চান না রাই সুন্দরীর। ঠিক যেমন এখন শোনা যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নাকি ঐশ্বর্যাকে ১০ কোটি টাকা দিয়েছিলেন তাঁর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার জন্য।

Advertisements

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ দাবি করেন, ২০০৮ সালে আসিফ আলি জারদারি পাক প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারর্ফম করার জন্যই ১০ কোটি টাকা নিয়েছিলেন ঐশ্বর্যা।

   

ওই ‘ঘটনা’র সময় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতে মাসুদ। তখন জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন, যে পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বর্যা। সে জন্যই নাকি তাঁকে ১০ কোটি টাকা দেন জারদারি।

মাসুদের এমন দাবিতে হতবাক পাকিস্তান সহ এদেশের মানুষ। যদিও এ বিষয় এখনও মুখ খোলেননি অভিনেত্রী। তবে দাবি করলেও এখনও এ নিয়ে কোনও প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ। ‘তথাকথিত অনুষ্ঠান’ এর কোনও ভিডিয়ো ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম করতে পারেননি তিনি। তবে চ্যাট শো-এ মাসুদ যে এ কথা করেছেন, তার ভিডিয়ো নিজেদের জিম্মায় রয়েছে বলে দাবি একটি ভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular