Padatik Trailer: ‘পদাতিক’ ট্রেলারে রয়েছে একাধিক চমক, ছবিতে থাকবেন জিতু কামাল?

রবিবার মুক্তি পেল ‘পদাতিক’ সিনেমার ট্রেলার (Padatik Trailer)। মৃনাল সেনার বায়োপিক এই সিনেমাটিতে মৃনাল সেনের (Mrinal Sen) ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।…

রবিবার মুক্তি পেল ‘পদাতিক’ সিনেমার ট্রেলার (Padatik Trailer)। মৃনাল সেনার বায়োপিক এই সিনেমাটিতে মৃনাল সেনের (Mrinal Sen) ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মৃনাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ (Monami Ghosh)। মৃনাল সেনের অল্পবয়সের সময়কালীন দৃশ্যে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন কোরাক সামন্ত। ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। একাধিক চমক রয়েছে এই ছবিতে। সেই আভাসই দিল আজ মুক্তি পাওয়া এই ট্রেলার।

ট্রেলারের শুরুতে ধরা হয় ১৯৫৫ সালের প্রেক্ষাপট। সবে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে ২৬ আগস্ট মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। এক ঝলক দেখা যায় জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত সত্যজিৎ রায়কেও। ট্রেলারের পরের দৃশ্যতেই সিনেমা বানানোর কথা ছেড়ে দেওয়ার কথা বলেন মৃনাল সেন। তাঁর বক্তব্য ‘আমি ছবির করা ছেড়ে দেবো। আমি গল্প বলতে শিখিনি। আমি গল্প বলতে পারিনা। আমার জন্য মেডিক্যাল রেপ্রেজেন্টিভের চাকরিটাই ঠিক ছিল।” জানা যায় যে ১৯৫৫ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘রাত ভোর’ মুক্তি পেয়েছিল ২১ অক্টোবর তবে ছবিটি সাফল্য পায় নি বক্স অফিসে। তার পরেই এই মন্তব্য করেন পরিচালক।

   

তাঁকে অনুপ্রেরণা যোগান তাঁর স্ত্রী গীতা সেন। “ঠিক যেটা করতে চাও, সেটাই করবে। আপস করবে না। “, বলেন স্ত্রী গীতা সেন। ট্রেলারে রয়েছে ১৯৬০ সালে ১৩ মে মুক্তি পাওয়া মৃনাল সেন পরিচালিত ‘বাইশ-এ শ্রাবণ’ এর উল্লেখ। পরিচালনার শুরুতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন পরিচালক। তিনি স্ত্রীকে বলেন, “যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো। ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমোনোটা জরুরি। এরপর আসে একটি সংলাপ, “সিনেমার এক ফুট বাস্তবে, আর এক পা ফ্যান্টাসিতে বা মায়ায়।” এই সময় বয়স্ক মৃনাল সেনকে বাড়ি থেকে বেরোতে দেখা যায়। তাঁর জীবনের কিছু স্মৃতি ফিরে দেখেন তিনি।

ট্রেলারের অন্য একটি দৃশ্যে মৃনাল সেনকে বলতে শোনা যায়, “আমি জানি আমার সিনেমায় কোনও পালিশ নেই, , হয়তো ক্রুড ,হয়ত কাঁচা, হয়তো নিটোল শৈল্পিক ভাবে গল্প বলবার সে নিয়ম মানে না। হয়তো শুধুমাত্র চেরা পামফ্লেট, লেদার বাউন্ড ক্লাসিক নয়, কিন্তু শুধু মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে আমি বেইমানি করতে পারব না। “

ট্রেলারের একটি বিশেষ দৃশ্যে দেখা গেছে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীকে। ১৯৫৯ সালের ২০ ফেব্রুয়ারী মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীল আকাশের নিচে’ এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন তাঁরা। তবে যে ছবিটি মৃনাল সেনকে জাতীয় নজরে এনেছিল তা হল ১৯৬৯ সালের ‘ভুবন শোম’। এছাড়া মৃনাল সেনের বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘আকালের সন্ধানে’, ‘মৃগয়া’র বাস্তব। ‘একদিন প্রতিদিন’-এর ‘কলকাতা ৭১’। এই ছবিগুলির উল্লেখ রয়েছে এই সিনেমায়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষীয়ান অভিনেতা রণজিৎ মল্লিকের সিনেমায় আত্মপ্রকাশ ঘটেছিল মৃনাল সেন পরিচালিত ‘ইন্টারভিউ’ ছবিতে। মৃনাল সেন পরিচালিত ‘কলকাতা ৭১’ ও অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।

মেলবোর্ন, লন্ডন, টরোন্টো, সিডনির মতো জায়গার চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ‘পদাতিক’। এই ছবিটি সেরা স্ক্রিনপ্লের পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক চলচিত্র উৎসবে। ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পদাতিক’।