HomeEntertainmentAamir Khan: ফের একসঙ্গে আমির ও কিরণ

Aamir Khan: ফের একসঙ্গে আমির ও কিরণ

- Advertisement -

দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট। বিবাহ বিচ্ছেদের কথা গত বছর জানিয়েছিলেন আমির। তবে সম্প্রতি মধ্যাহ্নভোজের জন্য মুম্বইয়ের রেস্তরাঁয় দেখা মেলে তাঁদের। তাহলে কি ফের একসঙ্গে থাকছিলেন আমির-কিরণ। শুরু হয়েছে জল্পনা।

ভাইরাল শুভশ্রীর শ্যুটিংয়ের হট ভিডিও

   

ব্যক্তি জীবনের প্রভাব কিরণ ও আমির পরতে দেয়নি পেশায়। একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল প্রাক্তন তারকা দম্পতিকে। তবে আলাদা থাকলেও ছেলে আজাদ রাও খানের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন বলে জানিয়েছিলেন তাঁরা। তবে যুগলের লাঞ্চ এখন বলছে অন্যকথা।

পরমের নতুন সঙ্গী আরাত্রিকা

এদিকে মুম্বইয়ের পালি হিলে নতুন ঘর দেখছেন অভিনেতা। জানা গিয়েছে, বলিপাড়ার অভিজাত এক আবাসনে ইতিমধ্যেই নিজের জন্য ঘর পছন্দ করেছেন আমির। এখনও সেই বাড়ি নির্মীয়মাণ। পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলেই সেখানে থাকতে শুরু করবেন ‘লাল সিংহ চড্ডা’। তবে অন্দরের খবর, র অন্য দু’টি পুরনো বাড়ির একটিতেই থাকবেন আমির। এই বাড়িটি ইনভেস্টমেন্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular

হোলির উৎসবে ভাঙ কীভাবে হল রাজা, কেন নিষিদ্ধ গাঁজা? হোলি অফার! কুইকশিফটার যুক্ত বাইকে মিলছে 13,050 টাকা ছাড় হিজাব চাই না আর…জাতীয় পতাকায় আগুন ইরানি নারীদের সুন্দর গোলাপী রঙের ঠোঁট পেতে আপনি কী কী করবেন