- Advertisement -
নিত্যদিন নানা রূপে লাইমলাইট-এ থাকেন তিনি। প্ল্যাস্টিক থেকে স্ট্র, সেফটিপিন- এযাবৎ নানান সামগ্রীকে নিজের পোশাক হিসাবে ব্যবহার করছেন। তবে এই প্রথম নিজের শরীরের অংশ দিয়ে নিজেকে ঢাকলেন তিনি।
নীল জিন্স আর কেশরাশিতে ভাইরাল উরফি। টপ হিসাবে চুলকে ব্যবহার করেছেন তিনি। একঢাল চুল দু’ভাগ করে সামনে রেখে দিয়েছেন। তাতেই ঢাকা পরেছে বক্ষদেশ। দু’হাত মাথার উপর ভাঁজ করলেন। সেই ভঙ্গিতেই চলে এলেন ক্যামেরার সামনে। ব্যস, ছবি ভাইরাল।

সম্প্রতি তিনি, জানিয়েছেন,নামমাত্র রূপটান, নামমাত্র পোশাকেই তিনি নিজেকে খুঁজে পান। কে কী বলল, তাতে তাঁর কিছুই এসে যায় না। আসলে উরফি জাভেদ মানে এমনই নিত্যনতুন চমক। এখনও অভিনয় জগতে পা রাখতে না পারলেও বলিউডের অলিগলিতে তিনি পরিচিত মুখ। কেন? অনেকের মতে, উদ্ভট সাজই তাঁর উপস্থিতির আগুন উস্কে দেয়।
- Advertisement -
