মহালয়ার দিনই প্রকাশ্যে এল ‘চালচিত্র’ ছবির রোমাঞ্চে ভরা টিজার

CHALCHITRO-POSTER

short-samachar

Ad Image বলিউডের একাধিক কপ ইউনিভার্স ছবি তৈরি হয়েছে। তবে বাংলায় এখনও অবধি কোন কপ ইউনিভার্স ছবির দেখা মেলেনি। তবে অপেক্ষার অবাসান পরিচালক প্রতিম ডি গুপ্তর(Pratim D. Gupta)হাতে ধরে আসছে বাংলার প্রথম কপ ইউনিভার্স (Bengali Cop Universe)। ছবির নাম ‘চালচিত্র’ (Chalchitra)। মহালয়ার বিশেষ দিনে প্রকাশ্যে এল ছবির রোমাঞ্চে ভরা টিজার। যার পরতে পরতে রয়েছে থ্রিল এবং রহস্যের ছোঁয়া।

   

‘চালচিত্র'(Chalchitra) ছবির টিজার পরিচালক প্রতিম ডি গুপ্তর তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা। সেই ঢাকের বোলে চণ্ডি পাঠে শুরু হচ্ছে আমাদের ছায়াছবি চালচিত্রের যাত্রা। রইল টিসার। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিন।’

জানা গিয়েছে ছবিতে কলকাতার বুকে ঘটে যাওয়া একের পর এক খুনের তদন্তে নামবে কপ বাহিনি(Bengali Cop Universe)। ‘চালচিত্র’ (Chalchitra) ছবিতে চারজন পুলিশের চরিত্রে দেখা মিলবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুর। এছাড়াও ছবিতে গুরুত্বপূ্র্ণ চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জিয়াউল ফারুক অপূর্বকে। এছাড়াও ছবিতে দেখা যাবে রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। ছবিতে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। এই মাল্টিস্টার কাস্ট ছবিটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে।

উল্লেখ্য, চলতি বছরের পুজো জমজমাট হতে চেলেছে সব সিনেপ্রেমীদের জন্য, তবে এখানেই শেষ নয় এ বছর বড়দিনও জমজমাট হতে চলেছে সিনেপ্রেমীদের জন্য এমনই খবর ইন্ডস্ট্রি সূত্রে। জানা গিয়েছে এবছর বড়দিনে মুক্তি পাবে এক গুচ্ছ বাংলা ছবি। এই তালিকায় রয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’, দেবের ‘খাদান’। এখানেই শেষ নয়। অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং প্রতিম ডি গুপ্তর আগামী ছবি ‘চালচিত্র’মুক্তি পাবে বড়দিনে।