১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পরিচিত ভ্যালেন্টাইনস ডে বা প্রেম দিবস হিসেবে। কেউ নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে বিশেষ সময় কাটান, কেউ আবার তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। টলিউড অভিনেত্রী অলিভিয়া সরকারও (Olivia Sarkar) এবার প্রেম দিবস কাটিয়েছেন একেবারে নিজের মতো করে, যা সবার নজর কেড়েছে।
অলিভিয়া (Olivia Sarkar) শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ছবিতে অভিনেত্রীর হাতে একটি গোলাপের তোড়া দেখা যায়। ছবিটি শেয়ার করার পর তিনি ক্যাপশন দেন, “ও শুধু বলেছে, এমনি।” এই ছবি এবং ক্যাপশন পোস্ট করার পর থেকেই ভক্তদের মধ্যে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনুরাগীরা জানতে চান, অভিনেত্রী কি সত্যিই কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? এই বিশেষ মানুষটি কি টলিউডের কেউ নাকি তাঁর পেশার বাইরে? এমন হাজারো প্রশ্ন উঠেছে। তবে অলিভিয়া নিজে এ বিষয়ে কিছু জানাতে চাননি।
অলিভিয়া (Olivia Sarkar) সরকারের গোলাপের ছবি পোস্ট করার এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, “প্রেম করছি কিনা, তা জানি না। তবে আগের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি এমন একজন সঙ্গীর সন্ধানে ছিলাম, যার সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব বলে মনে করি।” এইভাবে খুব কম কথায় নিজের অনুভূতির ব্যাখ্যা দিয়েছেন অলিভিয়া।
তবে টলিপাড়ার সূত্রে খবর, অলিভিয়া সম্প্রতি একটি নতুন সম্পর্কে জড়িয়েছেন। তার বন্ধুরা এই সম্পর্কের কথা জানেন। কিন্তু অলিভিয়া তা সবার সামনে আনতে এখনও প্রস্তুত নন।
গোলাপের ছবিটি পোস্ট করার পর কিছু সময়ের মধ্যেই অভিনেত্রী সেই ছবি ডিলিট করে দেন। কিন্তু ছবিটি ডিলিট করার পরও অনুরাগীরা তাকে প্রশ্ন করছেন, সেই বিশেষ মানুষটি কে, এবং তাদের সম্পর্ক কেমন চলছে। অলিভিয়ার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর নতুন সম্পর্কের বিষয়ে আরও কিছু জানতে।