Oindrilla Sharma: কোমায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Oindrilla Sharma)  । জানা যাচ্ছে হঠাৎই মঙ্গলবার ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার, তারপরেই মাথায় রক্ত জমে যায় তার। আচমকা বিপত্তি ঘটতেই তাকে…

Oindrilla Sharma: কোমায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Oindrilla Sharma)  । জানা যাচ্ছে হঠাৎই মঙ্গলবার ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার, তারপরেই মাথায় রক্ত জমে যায় তার। আচমকা বিপত্তি ঘটতেই তাকে তৎক্ষনাৎ নিয়ে আসা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই শুরু হয় তার চিকিৎসা। মঙ্গলবার হাসপাতালে গোটা দিন চিকিৎসা করবার পর জানা যায় কোমায় চলে গেছেন ঐন্দ্রিলা।

প্রসঙ্গত সম্প্রতি ক্যান্সার জয় করে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। এরপরে কাজকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে কাজ ও শুরু করে দেন কয়েকটি ওয়েব সিরিজে। তার মাঝেই আবারও ছন্দ পতন। তবে আজও আগের মতনই পাশে রয়েছেন পরম বন্ধু সব্যসাচী। 

Advertisements

অন্যদিকে বুধবার ডাক্তাররা জানান চিকিৎসায় সাড়া দিচ্ছে সে তবে শরীরের একটা দিক অসার হয়ে গেছে শুধুমাত্র হাতের আঙুল নাড়তে পারছেন একটু আধটু। ডাক্তারদের মতে ৪৮ ঘন্টা না কাটলে কোন কিছু বলা সম্ভব নয়। তবে ঐন্দ্রিলার বয়স কম হওয়াতে খানিক ঝুঁকি কম বলে ধারণা চিকিৎসকদের।