Oindrila Sen: পছন্দ নয় শুঁটকি মাছ! তাহলে শুঁটকির ঘেরাটোপে অভিনয়টা করলেন কীভাবে ঐন্দ্রিলা

Oindrila Sen

Oindrila Sen: বাজারে গিয়ে মাছ ও সব্জি বিক্রেতাদের শরীরী ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঐন্দ্রিলা সেন। মির্জার উপযুক্ত নায়িকা হতে কম কাঠখড় পোড়াতে হয়নি ঐন্দ্রিলাকে। এদিন নিজের এক একটি উদ্ভূত সমস্ত অভিজ্ঞতার কথা নির্ধিয়ায় জানিয়ে দিয়েছেন অঙ্কুশের দীর্ঘদিনের প্রেমিকা।

অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলা থেকে একেবারেই শুঁটকি মাছ খেতে পছন্দ করতেন না তিনি। অথচ মির্জার শুটিংয়ে তাঁকে শুঁটকির স্তূপেই দাঁড়িয়েই অভিনয়টা করতে হয়েছিল। যে প্রসঙ্গে এদিন অভিনেত্রী বলেছেন, আমি কিনা মন্দারমণিতে শুঁটকির স্তূপের উপর দাঁড়িয়ে শট দিয়েছি! রীতিমতো বমি পাচ্ছিল। তাহলে এমন অসুস্থতা আটকে কীভাবে সবটা সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। সে উত্তর দিয়েও তাঁকে বলতে শোনা গিয়েছে যে পারফিউমেও কাজ হয়নি। শেষে ইউনিটের এক জনের পরামর্শে আমলকি খেতে খেতে শট দিয়েছি।

   

মির্জার ট্রেলার দেখে অনেকেই সমালোচনা করেছেন। এ প্রসঙ্গেও অভিনেত্রীর সাফ কথা, যাঁরা সমালোচনা করছেন, তাঁরা নেহাত হিংসে করে বলছেন। কারণ, তাঁরা ভেবেছিলেন যে, ছবিটা আমরা কোনও দিনই তৈরি করতে পারব না। যাঁরা প্রশংসা করছেন, তাঁরা জানেন, ছবিটা ভাল হলে ভবিষ্যতে তাঁদেরও সুবিধা হবে। এই ভাবেই ট্রেলারের সমালোচনার মাপকাঠি নির্ধারণ করতে দেখা গিয়েছে টলি সুন্দরী ঐন্দ্রিলাকে।

প্রসঙ্গত, ছবিতে অঙ্কুশ ওরফে মির্জা হল একজন গ্যাংস্টার, শুধুমাত্র নিয়ম ভাঙার জন্যই জন্ম হয়েছে তাঁর। স্থানীয় পুলিশ, সিবিআই তদন্ত করবেন তাঁকে নিয়ে। এককথায় অ্যাকশনে ভরপুর এই মুভিটিতে প্রচুর চমক থাকতে চলেছে। অঙ্কুশ হাজরা ফাস্ট প্রোডাক্ট ফিল্ম হবে মির্জা (Mirza)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন