Nusrat Jahan: হলুদ বিকিনিতে সমুদ্রতটে ঝড় তুললেন নুসরত

Nusrat Jahan

সদ্য মা হয়েছে কিন্তু কে বলবে! মা-হওয়ার পর প্রায় অভিনেত্রীদের মোটা হতে দেখা যায়। কিন্তু নুসরত (Nusrat Jahan) দারুন ভাবে নিজের ফিগার মেনটেই করছেন। তারই প্রমান মিলল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হলুদ বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’। ছবি:ইনস্টাগ্রাম। যা সাইবার দুনিয়ায় তাপমাত্রা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

নতুন বছরের শুরুতে গোয়া গিয়েছিলেন নুসরত এবং যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিগুলি সেখানের তোলা। হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাঁকে আরও লাস্যময়ী করে তুলেছে।

   

Nusrat Jahan

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ আর তিনি কবে বিয়ে করছেন জিজ্ঞাসা করায়, নুসরত বলেন, ‘আপনি কী ভাবে জানলেন আমি বিবাহিত নই?’ একই সঙ্গে তিনি আরও জানান, ‘আমাদের আবার বিয়ে করার কোনও দরকার নেই।’ নায়িকার এমন মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও এখনও যশের বিয়ে প্রসঙ্গটা নিয়ে সোজাসুজি কিছুই বলেনি অভিনেত্রী। নুসরতের ব্যক্তব্য, ‘আমি জানি না, এটা নিয়ে মানুষের কেন এত কৌতুহল। সবাই আমায় বিয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে। আপনারা কী ভাবেন? আমি সবাইকে ডেকে বলব, শুনছেন আমি বিয়ে করছি। এরকমই যদি হয়, তাহলে আপনি ভুল আশা করছেন।’

গত বছর অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান সন্তানের জন্ম দেন। নাম রাখেন ঈশান। ২০২০-র ডিসেম্বর থেকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকছেন নুসরত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন