Nusrat Jahan: মহালয়ার শুভেচ্ছা নিয়ে পুজোর ভিডিও শুট পোস্ট করেও কটাক্ষের মুখে নুসরত

বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তার সঙ্গে তিনিই বসিরহাটের সংসদ। নুসরত এর আগে বহুবার সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন। এবারও তার অন্যথা…

Nusrat Jahan durga puja

বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তার সঙ্গে তিনিই বসিরহাটের সংসদ। নুসরত এর আগে বহুবার সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন। এবারও তার অন্যথা হলো না। মহালয়া দিন সাদা লাল পেড়ে শাড়ি পড়ে পায়ে হাতে আলতা পরে ভেজা চুলে সুন্দর মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বাওয়ালি রাজবাড়িতে ‘আগমনী’ বিশেষ এই শ্যুটিং সেরেছেন নুসরত। কখনও নিজেকে সাজাচ্ছেন কাজল আর লাল টিপে, কখনও পুকুর পাড়ে বসে পায়ে নূপূর পরছেন! অন্যদিকে শিল্পী খুব যত্ন সহকারে মৃণ্ময়ী মা দুর্গাকে রূপ দিচ্ছেন। প্রেক্ষাপটে বাজছে- ‘বাজলো তোমার আলোর বেণু’।

তারপরেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একাধিক কটাক্ষের মন্তব্য। নেটিজেনরা তাকে উদ্দেশ্য করে ধর্ম নিয়ে কটাক্ষ করল এবং বডি সেমিং করল।এদিন অনেকেই নুসরতের উদ্দেশে লেখেন, ‘তোমার নরকেও ঠাঁই হবে না। আল্লার অপমান করছো’। কেউ লেখেন, ‘নকল হিন্দু সেজে সনাতন ধর্মকে ছোট করা, ন্যাকামি’। অনেক নেটিজেন তো ‘সার্জারি করিয়ে ঠোঁট নষ্ট করেছো’ বলেও অভিনেত্রীকে খোঁচা দেন।তবে এসব কথায় কোনদিনই পাত্তা দেননি অভিনেত্রী। তিনি সবসময়ই মনে করেন ধর্ম যে যার উৎসব সবার।