লাগবে না এক পয়সাও কর, ‘সবরমতি রিপোর্ট’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

গুজরাটের গোধরায় ঘটে যাওয়া ২২ বছর পুরনো ট্রেন দুর্ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট ‘ (The Sabarmati Report) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিক্রান্ত…

short-samachar

গুজরাটের গোধরায় ঘটে যাওয়া ২২ বছর পুরনো ট্রেন দুর্ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট ‘ (The Sabarmati Report) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) অভিনীত এই সিনেমাটি গোধরা ট্রেন দুর্ঘটনার সত্য ঘটনাকে তুলে ধরেছে। এর ফলে ছবিটি দর্শক ও রাজনীতিকদের প্রশংসা পাচ্ছে। পাশাপাশি ছবিটি নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

   

সম্প্রতি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব (Dr. Mohan Yadav) এই ছবিকে রাজ্যে করমুক্ত করার ঘোষণা করেছেন (CM announces tax-free film) । এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “দ্য সবরমতি রিপোর্ট একটি দুর্দান্ত চলচ্চিত্র, এবং আমি এটি প্রেক্ষাগৃহে দেখতে যাচ্ছি। এই ছবিটি আমাদের রাজ্যে করমুক্ত করা হচ্ছে। আমাদের মন্ত্রিপরিষদের নেতাদেরও আমি আবেদন করেছি, যেন তারা এই ছবিটি দেখেন।”

তার মতে, ছবিটি দেখলে রাজ্যের মানুষের মধ্যে সত্যের গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসবে, এবং এতে কোনো সন্দেহ নেই যে এটি জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর করমুক্ত ঘোষণার পর, এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভের আশা করা হচ্ছে।

পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ছবিটি সম্পর্কে নিজের মতামত জানিয়ে বলেন, “কোনো শক্তিশালী শক্তি যতই চেষ্টা করুক না কেন, সত্যকে চাপা দেওয়া সম্ভব নয়।” সোশ্যাল মিডিয়াতে তিনি ছবিটির প্রশংসা করে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, “দ্য সবরমতি রিপোর্ট অতুলনীয় সাহসের সঙ্গে বাস্তুতন্ত্রকে চ্যালেঞ্জ করে এবং সেই ভয়ঙ্কর ঘটনার পিছনের সত্যকে দিনেদিনে উন্মোচন করে।”


প্রসঙ্গত, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) ছবিটির প্রশংসা করেছিলেন। মোদির বক্তব্যে তিনি বলেন, “এটি সত্যিই ভালো যে এই সত্যটি উঠে এসেছে এবং সাধারণ মানুষ তা দেখতে পাচ্ছে। একটি মিথ্যা কাহিনী শুধু কিছুদিন চলতে পারে, কিন্তু সত্য অবশেষে উঠে আসে।” প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) এই মন্তব্যের পর ছবির নির্মাতা এবং কলাকুশলীরা উৎসাহিত হয়ে আরও আগ্রহী হয়ে পড়েছেন, ছবিটি কীভাবে দেশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করবে তা দেখার জন্য। 

উল্লেখ্য, ছবির মুখ্য চরিত্রে রয়েছে বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। সিনেমাটির কাহিনি গোধরা ট্রেন দুর্ঘটনার পটভূমিতে তৈরি, যা ভারতের ইতিহাসে একটি অত্যন্ত বিতর্কিত ঘটনা। ছবিটি নির্মিত হয়েছে ধীরজ সারনার পরিচালনায়, এবং এর মাধ্যমে সত্য ঘটনাগুলিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও কিছু মহলে এই ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে বেশিরভাগ মানুষের পক্ষ থেকে ছবিটির সত্যতার প্রতি সমর্থন রয়েছে।