মুক্তি পাচ্ছে ‘নষ্টনীর’ এর দ্বিতীয় সিজেন, গল্প সম্বন্ধে কী জানালেন সন্দীপ্তা

sandepta sen's web series will relasee soon

অদিতি রায় পরিচালিত এবং সন্দীপ্তা সেন অভিনীত ‘নষ্টনীড়'(nostoneer) এর দ্বিতীয় সিজেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে হইচই প্লাটফর্মে। প্রথম সিজেন প্রশংসা পেয়েছিল দর্শক মহলে। স্বাভাবিকভাবেই দ্বিতীয় সিজেনের অপেক্ষায় ছিলেন দর্শকরা।

Advertisements

আজ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শুটিং শুরুর ইঙ্গিত দিয়েছেন সন্দীপ্তা। ভিডিওতে তাকে অপর্ণার বেশে দেখা যাচ্ছে, এবং তার সামনেই রাখা রয়েছে ‘নষ্টনীড়’ এর স্ক্রিপ্ট। ভিডিওতে তিনি জানান যে অনুরাগীদের প্রচুর প্রশ্ন পেয়েছেন তিনি এবং এই স্ক্রিপ্টের সাহায্যেই সিজেনের মূল গল্প ওই ভিডিওতে প্রকাশ করবেন তিনি। তবে স্ক্রিপ্টটি খুলতেই শুরু হল বিপত্তি ! কথা আটকে যায় অভিনেত্রীর !

ভিডিওতে তিনি বলেছেন, “তোমরা আমাকে এক বছর ধরে জিজ্ঞেসা করেছো যে নষ্টনীড় এর দ্বিতীয় সিজেন কবে আসছে ? নষ্টনীড় এর দ্বিতীয় সিজেনে কি হতে চলেছে ? অপু কি করবে ?, ইত্যাদি প্রচুর প্রশ্ন। বিশ্বাস করো প্রশ্নগুলো আমারও মনের মধ্যে এতদিন ছিল কারণ আমিও জানতাম না দ্বিতীয় সিজেন কবে আসবে এবং এতে কি হবে? এখন আমি জানি কারণ আমার হাতে রয়েছে ‘নষ্টনীড়’ এর স্ক্রিপ্ট। দেখতেই পাচ্ছ যে আমি অপু বা অপর্ণা হয়ে রয়েছি কারণ আমি শুটিংয়ে রয়েছি। এবার আমার মনে হল এই ভিডিওটা করে তোমাদের বলি নষ্টনীড়ের দ্বিতীয় সিজেনের গল্পটা কি হতে চলেছে এবং অপু কি করছে অপু নষ্টনীড় এর দ্বিতীয় সিজেনে যেটা করছে এ যেটা করছে সেটা হল”

Advertisements

এর পরেই কথা বন্ধ হয়ে যায় অভিনেত্রীর। অবাক হয়ে অভিনেত্রী বলেন, “বলতে চাইছি বলতে পারছি না কেন ? বিশ্বাস করুন আমি বলতে চাইছি আমি বলতে পারছি না বুঝতে পারছি না কি হল। ” এরপরই ভিডিও বন্ধ করে দেন তিনি।দেখেই বোঝা যাচ্ছে ‘নষ্টনীড়’ এর দ্বিতীয় সিজেন মুক্তির আগে একটি অভিনব প্রচার কৌশল সাজিয়েছেন সিরিজটির নির্মাতারা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। হইচই প্লাটফর্মে বহু-প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় সিজেনের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।