Nora fatehi: অবাক করে দেওয়া লুকে মন কাড়লেন ‘Garmi’ গার্ল

Nora Fatehi

আজকালকার দিনে সাধারণ মানুষ থেকে কোনো বিশেষ মানুষ সকলের জীবনের সোশ্যাল মিডিয়া ওতপ্রোতভাবে জড়িত। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে যেকোনো সাধারণ মানুষও আসছে জনসাধারণের নজরে।

যে সোশ্যাল মিডিয়া অনবরত ব্যবহার করছে সাধারণ মানুষ তার থেকে তারকা কিংবা কোনো নেতা-মন্ত্রীরা বাদ থাকবে তা ভাবাই যায় না।সাম্প্রতিককালে ডান্সার নোরাকে(Nora Fatehi) দেখতে পাওয়া যাচ্ছে, কালারস টিভির একটি নাচে রিয়ালিটি শোয়ের বিচারক পদ গ্রহণ করে থাকতে। 

   

নোরা নিজেই ২০১৬ সালে ঝালাক দিখলাজার অন্যতম প্রতিযোগী ছিলেন।এই তারকা অভিনেত্রী হিন্দি সিনেমা ‘রোরার:- টাইগার অফ দা সুন্দরবনস’ এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তারপর থেকে ‘দিলবর’,’সাকি সাকি’,’গরমি’ সহ বিভিন্ন গানে অসাধারণ নাচের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

২০১৫ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিগ বস ৯- এর প্রতিযোগী ছিলেন। কালার্স টিভির এই শোয়ের কারণে অভিনেত্রী বিভিন্ন দিন বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন তার দর্শকদের কাছে। কখনো তিনি ভারতীয় শাড়িতে আবার কখনো তিনি ওয়েস্টার্ন ড্রেসের লাস্যময়ী রূপে ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে দর্শকের কাছে ধরা দিচ্ছেন।

 এই অভিনেত্রীর সদ্য পোস্ট করা বেশকিছু ফটোতে তাকে দেখা যাচ্ছে, বডিকন শেপের আপাদমস্তক একটি ড্রেসে। লাল রঙের গ্লিটারি এই ড্রেসটিতে যেনো লাল লাল রংয়ের চেরি হয়ে উঠেছে। ফটোটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার মতই লাইক পেরিয়েছে ৫ লক্ষেরও বেশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন