কমলা ড্রেসে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন Nora Fatehi

বলিউডে তিনি পা রাখার পর থেকেই জ্বলছে আগুন। তাঁর রূপের আর নাচের ছোঁয়াতে মাতাল হয়ে পড়ে নেটিজেনরা। বর্তমানে বলিউডের প্রাইস ছবিতেই আইটেম গানে দেখা যায়…

nora-fatehi

বলিউডে তিনি পা রাখার পর থেকেই জ্বলছে আগুন। তাঁর রূপের আর নাচের ছোঁয়াতে মাতাল হয়ে পড়ে নেটিজেনরা। বর্তমানে বলিউডের প্রাইস ছবিতেই আইটেম গানে দেখা যায় নোরাকে (Nora Fatehi)। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখেই হামলে পড়ে নেটিজেনরা। তার অসাধারণ পোজ এবং তাঁর অসাধারণ আভিজাত্যে মূর্ছনা যায় সকলে।

বলিউডের একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। যেমন, ভারত, স্ত্রী, বাতলা হাউজ, সত্য মে বো জয়তে ইত্যাদি। নোরা ১৬ বছর বয়স থেকে নিজের কর্মজীবন শুরু করেছিল। পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে তাঁকে অনেক অল্প বয়সেই কাজ শুরু করতে হয়।

কিন্তু বর্তমানে অভিনেত্রী নিজের নাচকে প্রফেশন হিসেবে অর্থাৎ কাজ হিসেবে বেছে নিয়েছে। ধীরে ধীরে তিনি বলিউডের গ্ল্যামার এর দুনিয়ায় পা রেখেছেন। আর এখন চারিদিকে একটাই নাম নোরা ফাতেহি। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে কমলা রঙের অসাধারণ একটি ড্রেসে তাঁর লুক পরিবর্তন করেছে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Nora Fatehi (@norafatehi)