বাঞ্জি জাম্পিংয়ে খাদে পড়ে মৃত্যু নোরার? দেখুন সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও

বিদেশ থেকে যে সমস্থ অভিনেত্রী বলিউডে এসে নিজের নাম কামিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন নোরা ফতেহি (Nora Fatehi) । এই মরোক্কান সুন্দরীর শরীরী হিল্লোলে কুপোকাত…

nora-fatehi-death-hoax-video-bungee-jumping-accident-viral

বিদেশ থেকে যে সমস্থ অভিনেত্রী বলিউডে এসে নিজের নাম কামিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন নোরা ফতেহি (Nora Fatehi) । এই মরোক্কান সুন্দরীর শরীরী হিল্লোলে কুপোকাত নেটপাড়া। বর্তমানে বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত নোরা ফাতেহি (Nora Fatehi)। তার স্টাইল, নাচ এবং অভিনয়ে বিশেষভাবে পরিচিত তিনি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর (viral video) কারণে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন নোরা।

ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi) বাঞ্জি জাম্পিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে যায় । ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে “নোরা ফাতেহি বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে মারা গেছেন।” ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় । এর পরই নোরা ফাতেহির ভক্তদের মধ্যে দুঃখের ছায়া পড়ে। কিন্তু ততক্ষণে নোরা ফাতেহির সহযোগী দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে নিশ্চিত করা হয় এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। আসলে ভিডিওটি (viral video) নোরা ফাতেহির নয়, বরং অন্য কোনও মহিলার, এবং ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা খবর ছড়ানো হয়েছে। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SUFIYAN KHAN (@mystic.sufiyan)

নোরা ফাতেহির (Nora Fatehi) ঘনিষ্ঠ সূত্রগুলি জানান, নোরা সুস্থ আছেন এবং বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন মিউজিক ভিডিও “স্নেক”-এর শুটিং নিয়ে। নোরা নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রয়ালস’তেও অভিনয় করছেন। সিরিজে তার সঙ্গে আরও উপস্থিত থাকছেন ঈশান খাট্টার, ভূমি পেদনেকর, ডিনো মোরিয়া এবং জিনাত আমান।