Vidya Balan: ‘কেউ নেন না’…কলকাতায় এসে বিস্ফোরক বিদ্যা

বড় পর্দায় সবসময় সিরিয়াস রোলে দেখা গেলেও তিনি কিন্তু রিয়েল লাইফে কমেডি ভীষণ ভালোবাসেন। তিনি নিজে হাসতে ভালোবাসেন। হাসাতে ভালোবাসেন।বলিউড ডিভা বিদ্যা বালনের ইনস্টাগ্রাম পেজে উঁকি দিলেই দেখবেন মুঠো মুঠো রিলস। আর তাতে কৌতুক উপচে পড়ছে। কখনও নিজের শরীর নিয়ে রসিকতা। কখনও হাল আমলে যা যা ঘটছে তাই নিয়ে। কিন্তু কেবল সোশ্যাল মিডিয়া পেজেই সীমাবদ্ধ। বলিউড অভিনেত্রী বিদ্যার অভিযোগ কেউ তাঁকে কোনো পরিচালক কমেডি চরিত্রে নেন না।

শুক্রবার বিদ্যা বালন কলকাতার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড-এর নতুন শোরুম উদ্বোধনে এসেছিলেন। সেখানেই এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, কৌতুকাভিনয় আমার খুব পছন্দ। কিন্তু কেউ আমায় সেই ধরনের চরিত্র আজ পর্যন্ত দিলেন না! তাই মজার রিলস বানিয়ে সেই দুঃখ মিটিয়ে নিই। তিনি সাংবাদিকদের মাধ্যমে ফের বলিউড-টলিউড পরিচালকদের কাছে অনুরোধ করেন,সবাইকে বলছি, এই ধরনের চরিত্র থাকলে দিন না। মন খুলে অভিনয় করি। এদিন তিনি অনুযোগ করে বলেন,আমি তো বাংলা ছবি করার জন্য মুখিয়ে আছি! কিন্তু কোনও পরিচালক আমায় নিয়ে ভাবছেনই না।

   

সামনেই দীপাবলি। উৎসবের রেশ ধরে রেখে এদিন নায়িকার পরনে ছিল ঝলমলে মেরুনরঙা শাড়ি। তাতে সোনালি জরির হাল্কা কাজ। নজর কেড়েছে তাঁর গয়না। হিরে-পান্নায় গাঁথা গলা ভর্তি হার। তার সঙ্গে মিলিয়ে কাঁধছোঁয়া দুল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন