বক্স অফিসে হিট দেব-যিশুর যুগলবন্দী, ‘খাদান’-এর সাফল্যের মাঝে নীলাঞ্জনার ‘প্রতারক’ খোঁচা, নিশানা কি যিশুর দিকে?

As 'Khadaan' Soars at the Box Office, Nilanjana's 'Deceiver' Post Sparks Speculation About Jisshu

টলিউডে বর্তমানে দেব (Dev) ও যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) সাফল্য একটিই আলোচনার বিষয়। দেবের সিনেমা ‘খাদান’ (Khadaan success) বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। যিশু সেনগুপ্ত এই ছবিতে খল চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন। ছবির প্রথম দু’দিনেই ২ কোটির বেশি আয় করেছে। এই সাফল্যের মাঝেই যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) অন্য এক বিতর্ক জড়িয়ে গেছে।

Advertisements

সম্প্রতি, যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা (Nilanjana) সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন। তা ঘিরে শুরু হয়েছে বির্তক। নীলাঞ্জনা তার পোস্টে উল্লেখ করেছেন, “সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা করা সবথেকে অসম্মানজনক কাজ। আপনি যদি কোনও সম্পর্কে খুশি না থাকেন, তাহলে অন্য আরেকটা সম্পর্ক শুরু করার আগে সেটাতে ইতি টানুন।” যদিও তিনি সুনির্দিষ্টভাবে কাউকে আক্রমণ করেননি। তবে নেটিজেনরা ধারণা করছেন, এই পোস্টটি কি যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) উদ্দেশে ছিল?

Nilanjana’s 'Deceiver' Post Amidst 'Khadaan' Success: Is It a Dig at Jisshu?

Advertisements

বেশ কয়েকদিন ধরে যিশু (Jisshu Sengupta) ও নীলাঞ্জনার (Nilanjana) সম্পর্ক (Relationship rumors) নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে তারা একে অপরের থেকে আলাদা থাকছেন। নীলাঞ্জনা (Nilanjana) তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও স্বামীর পদবী মুছে ফেলেছেন। বিবাহ বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেও তারা নিজেদের পেশাগত জীবন নিয়ে সচেতন। যিশু(Jisshu Sengupta) ‘খাদান’ ছবির মাধ্যমে টলিউডে আবারও নিজের শক্তি প্রমাণ করেছেন। এই সময়েই, তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থামছে না। নীলাঞ্জনার পোস্ট আরও একবার তাদের সম্পর্কের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।