‘বসন্ত এসে গেছে’… নীলাঞ্জনার জীবনেও কি নতুন প্রেম?

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, শুরু হয়েছে ভালোবাসার মরসুম। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। ঠিক সেই মতো ৯ ফেব্রুয়ারি ছিল ‘চকোলেট…

**nilanjana-sengupta-rose-chocolate-valentine-week-divorce-rumours-jisshu-sengupta**

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, শুরু হয়েছে ভালোবাসার মরসুম। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। ঠিক সেই মতো ৯ ফেব্রুয়ারি ছিল ‘চকোলেট ডে’। এই দিনে চকলেট আর ফুলের উপহার প্রিয়জনদের দেওয়া হয়। আর এই বিশেষ দিনে নীলাঞ্জনার (Nilanjana Sengupta) জীবনে নাকি নতুন বসন্ত এসেছে?

সম্প্রতি নীলাঞ্জনা (Nilanjana Sengupta) নিজেই নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে একটি গোলাপ ও একটি চকোলেটের বাক্স দেখা গেছে। ছবি দেখে অনেকে তৎক্ষণাৎ অনুমান করতে শুরু করেছেন, কি নতুন প্রেমের সম্পর্ক শুরু করেছেন নীলাঞ্জনা? চমকপ্রদ এই ছবি দেখে সবার মনে একটাই প্রশ্ন, ‘কী এমন ঘটল, নাকি নতুন কোনও সম্পর্কে জড়ালেন তিনি?’

   

এই জল্পনা আরো তীব্র হয়ে উঠেছে যখন নীলাঞ্জনা (Nilanjana Sengupta) নিজেই নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে একটি গোলাপ ও একটি চকোলেটের বাক্স দেখা গেছে। ছবি দেখে অনেকে তৎক্ষণাৎ অনুমান করতে শুরু করেছেন, কি নতুন প্রেমের সম্পর্ক শুরু করেছেন নীলাঞ্জনা? চমকপ্রদ এই ছবি দেখে সবার মনে একটাই প্রশ্ন, ‘কী এমন ঘটল, নাকি নতুন কোনও সম্পর্কে জড়ালেন তিনি?’

এর উত্তরে নীলাঞ্জনা (Nilanjana Sengupta) এক সংবাদ বলেন, ‘‘এটা এমন একজন পাঠিয়েছেন যিনি আমাকে পছন্দ করেন, আমার দেখভাল করেন।” তিনি কিছুটা ইতস্তত করে বললেও, শেষে শেষপর্যন্ত তাঁর মনের কথা শেয়ার করেন। তিনি জানান, উপহারটি আসলে এসেছে তানিয়া রায়, ‘হরগৌরি পাইস হোটেল’ সিরিয়ালের অভিনেত্রী।

প্রসঙ্গত,গত বছর থেকে নানা কঠিন সময়ে দিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী নীলাঞ্জনা শর্মা (Nilanjana Sengupta) । একসময়ে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তিনি ও যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। কিন্তু সেই সম্পর্কের মধ্যে নাকি ফাটল এসেছে। একে অপরের পথ আলাদা হয়েছে, এমনই গুঞ্জন শোনা গেছে। বর্তমানে দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে নতুন করে গুছিয়ে নিয়েছেন নিজের জীবন।