HomeEntertainmentফের পর্দায় ফিরছেন 'ভাদুড়ি মশাই' প্রকাশ্যে এল তার প্রথম ঝলক

ফের পর্দায় ফিরছেন ‘ভাদুড়ি মশাই’ প্রকাশ্যে এল তার প্রথম ঝলক

- Advertisement -

‘ভাদুড়ি মশাই’ ফিরছেন আরও এক নতুন রহস্যের সমাধান করতে। ‘পর্ণশবরীর শাপ’-এর পর এবার আসছে ‘নিকষছায়া’ (Nikosh Chhaya Teaser)। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত এই সিরিজে দ্বিতীয়বার ‘ভাদুড়ি মশাই’ হিসাবে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty)। প্রকাশ্যে এল ‘নিকষছায়া’ রোমাঞ্চে মোড়া টিজার। যা দর্শক মহলে ইতিমধ্যেই দারুন সাড়া ফেলেছে।

টিজারে বেশ রহস্যময় ভাবে দেখা গেল সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তীকে। অন্যদিকে ভাদুড়ি মশাই চরিত্রে দেখা গেল চিরঞ্জিত চক্রবর্তীকে। ‘নিকষছায়া ’(Nikosh Chhaya Teaser) সিরিজের টিজারে ভয়েস ওভারে পরমব্রতর গলায় শোনা গেল,‘জ্ঞানী মানুষরা জানেন, তন্ত্রবিদ্যা থেকে পাওয়া জ্ঞান শুভ কিংবা অশুভ দুই কাজেই লাগানো যায়। অসীম ক্ষমতার নেশায় বুঁদ হয়ে কিছু তন্ত্রসাধক জাগিয়ে তোলেন পিশাচদের। যাঁরা যেকোনও রূপ ধারণ করতে পারে। কিংবা আমাদের চোখের সামনে থেকেও মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারেন অদৃশ্য।

   

সন্ধ্যের পর দরজা বা জানলায় টোকা পড়লে খুলবেন না। অন্ধকার রাস্তায় যেতে যেতে পিছন থেকে নিজের আপন মানুষের গলা শুনলেও ঘুরে তাকাবেন না। কারণ, তাঁরা মানুষ নাও হতে পারেন।’ এর পরে টিজারের শেষের দিকে চিরঞ্জিত চক্রবর্তীকে বলতে দেখা গেল,‘যাঁকে বা যাঁদের তোমরা দেখবে, সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে।’

নিকষছায়া’ (Nikosh Chhaya Teaser) সিরিজের টিজারটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে । ক্যাপশনে লেখা রয়েছে ‘শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে। ফিরছেন ভাদুড়ি মশাই, আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে।’

উল্লেখ্য,এর আগে ২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে হইচইতে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’।  প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও এবার কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের কথায়, এই সিরিজ সরাসরি সিক্যুয়েল নয়। প্রথম পর্বে চরিত্রদুলো প্রতিস্থাপন করা হয়েছিল। এবারও তাঁদের নিয়েই গল্প এগোবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular