প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) আর নিক জোনাসকে নিয়ে বরাবরই চর্চা হতেই থাকে। তবে সব কিছুকে উপেক্ষা করে ১০ বছরের ছোট নিকের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সদ্যই মা হয়েছেন অভিনেত্রী। তবে বিয়ের পর আজও অটুট তাদের ভালবাসা। নিক-প্রিয়ঙ্কার খুল্লামখুল্লা রোম্যান্স নিয়ে সর্বদাই সরগরম পেজ থ্রি-র পাতা।
বলিউডের পাশাপাশি হলিউডেও বেশ পরিচিতি রয়েছে এই কাপলের। বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তাদের বেডরুম সিক্রেট ফাঁস করেছেন। শুধু তাই নয়, ১০ বছরের ছোট স্বামীর যৌনতৃপ্তি মেটাতে আর কী কী করতে হয় প্রিয়াঙ্কাকে, জানলে চমকে যাবেন আপনিও। নিক-প্রিয়ঙ্কার এই বেডরুম কেচ্ছাই এখন নেটদুনিয়ার হটকেক।
এক সাক্ষাৎকারে নিক জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গমের সময় নিজের গান চালানো একেবারেই না-পসন্দ নিকের। নিকের এই স্বীকারোক্তিকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে অন্য কেউ যদি নিজেদের রোম্যান্সের সময় নিকের গান চালায়, তাতে খুশি হবেন পপ তারকা, সেকথাও খোলসা করে বলেছেন নিক।
প্রিয়ঙ্কার সঙ্গে সঙ্গমের সময়ে কোন ধরনের মিউজিক পছন্দ করেন নিক, সেই প্রসঙ্গে নিক জানিয়েছেন, ব্যক্তিগত মুহূর্তের সময় নিজের ভাল লাগা গান শুনতেই বেশি পছন্দ করেন নিক। তবে নিজের গান কখনওই সঙ্গমের সময় নিক শুনতে রাজি নন।
অন্যদিকে, প্রিয়াঙ্কার জানিয়েছেন,”আমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন নিক আমার মুখটি দেখার জন্য জোর করে। আমি বলি একটু অপেক্ষা করতে। কারণ ঘুম থেকে ওঠার পর আমার মুখটা কিছুটা অদ্ভুত দেখায়, তবে নিক সেই মুখটাই দেখার জন্যই জোর করে আমায়”।
তাদের এই অটুট ভালোবাসা নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “আমাদের একটা নিয়ম আছে, আমরা একে অপরকে দেড় সপ্তাহের বেশি না দেখে থাকতে পারি না।” নিজেদের কেরিয়ার সামলেও এটা মেনে চলার চেষ্টা করেন দুই তারকা।
এই খবর সামনে আসতেই নিক আর প্রিয়াঙ্কার ভালোবাসা যেন এরকমই অটুট থাকে, সেই কামনাই করছেন অনুরাগীরা।