জগন্নাথ দেবের স্নানযাত্রায় সাদা পাঞ্জাবি-ধুতিতে সেজে উঠল ইউভান

  Advertisements গতকাল অর্থাৎ মঙ্গলবার হয়ে গিয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ১ জুলাই রয়েছে রথ। ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে বেশ বড় করে আয়োজিত…

 

Advertisements

গতকাল অর্থাৎ মঙ্গলবার হয়ে গিয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ১ জুলাই রয়েছে রথ। ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে বেশ বড় করে আয়োজিত হয় রথযাত্রার উৎসব। এবার তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে সামনে। ভিডিওতে দেখা গিয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন একটি বিশেষ উৎসবের আয়োজন হয়েছিল রাজ-শুভশ্রীর বাড়িতে।

   

যেখানে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রীর সন্তান ইউভান ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করছে, শঙ্খ বাজাচ্ছে, আবার যখন খঞ্জনি বাজিয়ে গান চলছে বাড়িতে তখন সেই গানের তালে নাচ করছে। আর সেই ভিডিও দেখে বেজায় খুশি নেটিজেনরা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি পরে ছিলেন এদিনের অনুষ্ঠানে। আর শুভশ্রীর সেজেছিলেন একেবারে বাঙালি বাড়ির বউ-তে। লাল শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় সিঁদুর।

এদিন বাড়িতে আরও বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল। প্রত্যেকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আনন্দের সাথে করেছে যোগদান করছিলেন।