মিঠাইয়ে নয়া ট্যুইস্ট, সিদ্ধার্থের গোপন প্রেম প্রকাশ্যে আসার অপেক্ষা

বাংলা ছোটপর্দার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’ । জনপ্রিয়তার পাশাপাশি টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক রেকর্ড তৈরি করতে পেরেছিল। একটানা ৪৬ সপ্তাহ ধরে টিআরপি…

মিঠাইয়ে নয়া ট্যুইস্ট, সিদ্ধার্থের গোপন প্রেম প্রকাশ্যে আসার অপেক্ষা

বাংলা ছোটপর্দার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’ । জনপ্রিয়তার পাশাপাশি টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক রেকর্ড তৈরি করতে পেরেছিল। একটানা ৪৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে থাকার পর চলতি সপ্তাহে এই ধারাবাহিকের রেকর্ড ভেঙে গিয়েছে। হঠাৎ করেই প্রথম স্থান থেকে সোজা পাঁচ নম্বরে নেমে গিয়েছে ‘মিঠাই’। আর এই কারণে স্বাভাবিকভাবেই ধারাবাহিকের ভক্তরা বেশ মুষড়ে পড়েছেন।

তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে এমন এক ট্যুইস্ট যা দেখে দর্শকদের খুশির বাঁধ ভেঙেছে। গতকাল অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে প্রেমদিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি উপলক্ষ্যে ‘মিঠাই’ ধারাবাহিকের এক ঘণ্টার মহাপর্বের এক নতুন প্রোমো।

প্রোমো অনুযায়ী কলকাতা শহর থেকে অনেক দূরে উত্তরবঙ্গের এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছে মিঠাই ও তার পুরো পরিবার। আর সেখানেই মিঠাইয়ের প্রতি নিজের ভালোবাসার কথা অবশেষে স্বীকার করছে উচ্ছেবাবু সিদ্ধার্থ। নতুন এই প্রোমো দেখে ভীষণ উচ্ছ্বসিত মিঠাইয়ের দর্শকরা।

Advertisements

সূত্রের খবর অনুযায়ী, এবারে আর স্বপ্ন নয়, সত্যি সত্যি মিঠাইরানীকে নিজের মনের কথা বলে দেবে উচ্ছেবাবু। হয়তো টিআরপি তালিকায় স্থান ফিরে পাওয়ার জন্য নির্মাতারা এই ট্যুইস্ট আনতে চলেছেন। তবে সেই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ভক্তরা, এমন এক আনন্দের মুহূর্ত দেখে তাঁরা ভীষণ খুশি হয়েছেন। কারো কারো মতে প্রোমো দেখে তাঁদের আনন্দে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। সকলেই উৎসুক হয়ে ১৪ই ফেব্রুয়ারির মহাপর্বের অপেক্ষা করছেন।