Anupam Kher: রবীন্দ্রনাথের ভুমিকায় অনুপম খের কেন? নেটিজেন বাঙালিরা সরব

অনুপম খের তাঁর আসন্ন ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন বলে ঘোষণা করেছেন। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ার এই বিষয়টি নিয়ে প্রবল সমালোচিত তিনি। বর্ষীয়ান…

Anupam Kher: রবীন্দ্রনাথের ভুমিকায় অনুপম খের কেন? নেটিজেন বাঙালিরা সরব

অনুপম খের তাঁর আসন্ন ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন বলে ঘোষণা করেছেন। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ার এই বিষয়টি নিয়ে প্রবল সমালোচিত তিনি। বর্ষীয়ান অভিনেতা কেন সমালোচনার মুখে পড়েছেন?

সামাজিক মাধ্যমে অনুপম খেরের বিরুদ্ধে বড় অংশে বাঙালিরা ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। মন্তব্য বিশ্লেষণে উঠে আসছে, এর প্রধান কারণ খেরের রাজনীতি। তিনি একজন হিন্দুত্ববাদী, যার ফলে সমালোচনা তুঙ্গে। বিতর্কিত কাশ্মীর ফাইলসের প্রচারের পর থেকে অনুপম খের তীব্র সমালোচিত হন। অভিযোগ, ওই সিনেমায় কাশ্মীরের প্রতিটি মুসলমানকে খলনায়ক হিসাবে দেখানো হয়েছিল। এবার অনুপম খের নেমেছেন রবীন্দ্রনাথের ভূমিকায়।

‘ঠাকুর’ ছবিতে কবির ভূমিকায় অনুপম খের নামছেন। তবে ছবির বিষয় এখনও স্পষ্ট নয়। অনুপম খের বলিউডের জনপ্রিয় অভিনেতা। তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা রয়েছে যা দর্শকেরা অগ্রাহ্য পারবেন না। তার মধ্যে সারানশ (১৯৮৪), কর্মা (১৯৮৬), পেস্টনজি (১৯৮৭) এবং খোসলা কা ঘোষলা (২০০৬)।

অনুপম খের বাংলা না জানায় এবং বাঙালি না হওয়ায় তাকে নিয়ে অনেক অসংগতি প্রকাশ পেয়েছে। তাও বাঙালির হৃদয়ের কাছের মানুষ রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করা নিয়ে। নেটিজেন মহলে বিতর্ক এখানেও তৈরি হয়েছে।

বাংলা চলচ্চিত্রে বেশ কয়েকজন অভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন। এবং প্রায় সমস্ত ছবিই খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে সাম্প্রতিকতম হল Thinking of Him (২০২২), আর্জেন্টিনা লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে ঠাকুরের শেষ জীবনের বন্ধুত্বের উপর ভিত্তি করে একটি ইন্দো-আর্জেন্টিনীয় চলচ্চিত্র। তবে কেউ ছবিটি দেখেননি। রবীন্দ্রনাথের ভূমিকায় ভিক্টর ব্যানার্জি অভিনয় করার বিষয়ে একটি কৌতুহল তৈরি হয়েছিল। ভিক্টর যিনি বিজেপির টিকিটে নির্বাচনে নেমেছিলেন। আর অনুপম খের সরাসরি বিজেপি ঘনিষ্ট।

Advertisements

কাদম্বিনীতে পরমব্রত চ্যাটার্জির তরুণ ঠাকুর (২০১৫) কিছুটা দেখার যোগ্য ছিল। যা ঠাকুর জীবনের উপর ঋতুপর্ণ ঘোষের আধা-ডকুমেন্টারি- জীবনস্মৃতি (২০১৩)-এ সঞ্জয় নাগের সংস্করণ সম্পর্কে বলা যায় না। এখানে অনেক কম সংবেদনশীলতা এবং প্রতিভার অন্যান্য উদাহরণ আছে।

ঐতিহাসিক রামচন্দ্র গুহ বারবার লিখেছেন বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের অবিচ্ছেদ্দ সত্তা বলে মনে করেন। বাঙালিদের শিখতে হবে ঠাকুরকে ছেড়ে দিতে এবং তাদের একজন হয়ে তাকে বিশ্বের একজন মানুষ হিসেবে গ্রহণ করতে হবে।